ষষ্ঠ দফার বাণিজ্য চুক্তি আপাতত বাতিল হতে পারে। কারণ, ২৫ থেকে ২৯ অগস্টে ভারত সফর বাতিল করতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। ফলে ভারতের উপরে ৫০ শতাংশ কর লাগু হওয়ার সম্ভাবনা আরও জোরালো হল।
সংবাদ সংস্থা রয়টার্স-এর সূত্র অনুযায়ী, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিলম্বিত হতে পারে। যদিও সংবাদ সংস্থা এই খবর যাচাই করেনি। ‘এনডি টিভি প্রফিটে’ প্রকাশিত খবরকে সূত্র হিসাবে উল্লেখ করেছে রয়টার্স। আশঙ্কা করা হচ্ছে, বাণিজ্য বৈঠক বিলম্বিত হলে আগামী ২৭ অগস্ট থেকেই ভারতের উপরে ৫০ শতাংশ কর ধার্য করতে পারে ট্রাম্প প্রশাসন। আগেই ভারতের উপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিল আমেরিকা। রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথাও ঘোষণা করেছিল আমেরিকা।
আরও পড়ুন:
রাশিয়া-ইউক্রেন চুক্তি নিয়ে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। তাই এখনই অতিরিক্ত করের কথা আর ভাবা হচ্ছে না। তাঁর দাবি, আগে রাশিয়ার তেলের প্রায় ৪০ শতাংশ কিনে নিত ভারত। তবে সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এখনও ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি পুতিনের দেশ থেকে প্রতিদিন ২০ লক্ষ ব্যারল তেল আমদানি করছে।