প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বন্ধুদের সঙ্গে একটি বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন এক তরুণ। কিন্তু সেখানে গিয়েই বিপদে পড়লেন তিনি। সার্থক আগরওয়াল নামে এক তরুণকে হোটেলের ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন তাঁর বন্ধু রিদিম অরোরোর বাবা সঞ্জীব অরোরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সার্থক। সঞ্জীবের বিরুদ্ধে বরেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলি এলাকার ঘটনা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে একটি বিলাসবহুল হোটেলে সময় কাটানোর জন্য গিয়েছিলেন সার্থক। পেশায় ব্যবসায়ী তিনি। হঠাৎ সার্থক তাঁর বন্ধু রিদিমের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ছাদ থেকে এক তরুণ নীচে পড়ে গিয়েছে সে খবর হোটেল কর্মীরা জানান পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সার্থককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, শনিবার মধ্যরাতে দুটোর সময় হোটেলের ছাদে যান রিদিম এবং সার্থক। দু’পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। তার মাঝেই রিদিম তাঁর বাবা সঞ্জীবকে ফোন করে সেখানে ডাকেন। সঞ্জীব পেশায় ব্যবসায়ী।
পুলিশের দাবি, সার্থককে হঠাৎ মারধর করতে শুরু করেন সঞ্জীব। সঞ্জীবের পা ধরে সার্থক ক্ষমাপ্রার্থনা করলেও ঝামেলা থামে না। অভিযোগ, রাগের বশে সার্থককে হোটেলের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন সঞ্জীব। এমনকি, পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণকেও মারধর করেন তিনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সঞ্জীবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সার্থক নামের কাউকে তিনি চেনেন না। এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।