পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের গ্রেফতার হলেন এক জন। শনিবার উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে সে রাজ্যের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। অভিযুক্ত যুবকের নাম শাহজ়াদ। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিতেন ওই যুবক। আইএসআই-এর শীর্ষকর্তাদের একাংশের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। গোপন সূত্রে চরবৃত্তির খবর পেয়ে গত কয়েক দিন ধরেই শাহজ়াদ নামের ওই যুবকের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, শাহজ়াদ একাধিক বার পাকিস্তানে গিয়েছিলেন। আইএসআই-এর মদতেই তিনি সীমান্ত পেরিয়ে নানা জিনিস চোরাচালান করতেন। চোরাচালানের কারবারের আড়ালে চরবৃত্তি চলত বলে জানতে পেরেছেন তদন্তরকারীরা। এমনকি সীমান্তের ও পারে আইএসআই-এর লোকজনকে ভারতের সিম দেওয়া, ভারতে আইএসআই ‘হ্যান্ডলার’দের থাকার বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। তার পরেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে নোমান ইলাহী নামে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। তিনি উত্তরপ্রদেশের শামলীর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি থাকতেন হরিয়ানায়। সেখানে পানিপতে একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তার আড়ালে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। একই অভিযোগে কয়েক দিন আগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার বছর পঁচিশের এক পড়ুয়াও।