উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে যাওয়ার পরিকল্পনা করতেই প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে আটকে দিল উত্তরপ্রদেশ পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। যদিও আরও একটি সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাথমিক ভাবে পুলিশ গভীর রাত পর্যন্ত আটকে রাখলেও শেষে লখিমপুরের জন্য রওনা হয়েছেন প্রিয়ঙ্কা।
লখনউ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা লখিমপুরের ঘটনার পরেই ঘোষণা করেন তিনি সেখানে যাবেন। তার পরেই রাতে খবর পাওয়া যায়, তাঁকে আটকে দিচ্ছে যোগীর পুলিশ। কথা ছিল সোমবার আক্রান্ত কৃষক পরিবারগুলির সঙ্গে তিকুনিয়াতে দেখা করবেন প্রিয়ঙ্কা। সংবাদ সংস্থা সূত্রে খবর বিমানবন্দর থেকে কউল হাউজ অর্থাৎ লখনউয়ে নিজের বাড়িতে পৌঁছন প্রিয়ঙ্কা। সেখানে তাঁকে আটকে দেওযা হয়। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা দীপেন্দর সিংহ হুডা, অনুরাধা মিশ্র ও প্রমোদ তিওয়ারি।