ভরা সভায় রীতিমতো হুমকি দিচ্ছেন এক নেতা। বলছেন, ‘‘ক্ষমতায় আমরাই আসছি। ভগবানের নামে শপথ করছি, তখন এক জনও পার পাবে না।’’ ভোটমুখী উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (এসপি)-র প্রার্থী আদিল চৌধুরির এই ভিডিয়ো এখন ভাইরাল। বিজেপি-র অভিযোগ, ওই এসপি নেতা আদতে হিন্দুদের হুমকি দিচ্ছেন।
ভিডিয়ো ক্লিপে আদিলকে বলতে শোনা গিয়েছে, ‘‘চিন্তা করবেন না। আমরাই সরকার তৈরি করব। ভগবানের নামে শপথ করে বলছি এক জনও ছাড় পাবে না। যে ভাবে আমাদের ওপর অত্যাচার করেছে, তার প্রতিশোধ নেবই। এর পর এমন কাজ করার আগে ওরা ১০০ বার ভাববে।’’