Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘মশা মেরে কি কেউ গোনে?’, বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে ফের বিতর্কে ভি কে সিংহ

বালাকোটে বায়ুসেনার অভিযানে সত্যিই কত জন জঙ্গি নিহত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল-সহ নানা শিবির।

বিতর্কে: বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। ছবি: পিটিআই।

বিতর্কে: বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৩:৫৫
Share: Save:

বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে প্রশ্নের জবাব দিয়ে ফের বিতর্কে জড়ালেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। সেই সঙ্গে নিশানা করলেন সরকার-বিরোধী ছাত্রনেতা, সংবাদমাধ্যমকেও।

বালাকোটে বায়ুসেনার অভিযানে সত্যিই কত জন জঙ্গি নিহত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল-সহ নানা শিবির। আজ সকালে টুইটারে ভি কে লেখেন, ‘‘গত রাতে সাড়ে তিনটে নাগাদ প্রচুর মশা উৎপাত করছিল। তাই হিট (মশা মারার ওষুধ) ছড়িয়েছিলাম। এর পরে ক’টা মশা মরেছে তা গুনব না কি ফের ঘুমোতে যাব?’ টুইটে বালাকোট অভিযানের কথা উল্লেখ করেননি প্রাক্তন সেনাপ্রধান ভি কে। তবে তিনি কোন ঘটনার দিকে ইঙ্গিত করছেন তা বুঝতে কারও অসুবিধে হয়নি।

পরে নিজের টুইটের ব্যাখ্যা দেন ভি কে। তিনি বলেন, ‘‘কয়েকটি ভবনে বোমা পড়েছে। আপনাদের কি মনে হয় ১ হাজার কিলোগ্রাম ওজনের বোমা ফাটার পরে কারও মৃত্যু হবে না? কেউ কেউ নিহতের সংখ্যা গোনার দাবি তুলছেন। আমি জানি না কারা এই সংখ্যা জানতে চায়? বিষয়টি দুর্ভাগ্যজনক।’’

এর পরে ফেসবুকে ফের সরব হন ভি কে। এ বার সরাসরি বিরোধীদের নিশানা করেন তিনি। বলেন, ‘‘আমার মনে হয় এর পরে ভারত এমন কোনও অভিযান করলে বিরোধীদের বিমানের নীচে বেঁধে নিয়ে যাওয়া উচিত। ওঁরা সেখান থেকেই বোমা পড়া দেখবেন। তার পরে ওঁদের সেখানেই নামিয়ে দেওয়া ভাল। ওঁরা মৃতদেহ গুনে আসবেন।’’ তাঁর আক্ষেপ, ‘‘ভারতের পক্ষে কোনও দিনই ইজ়রায়েলের মতো সন্ত্রাস-দমন অভিযান করা সম্ভব নয়। কারণ ইজ়রায়েলের সেনাবাহিনী অপারেশন মিউনিখের মতো অভিযান চালালে সে দেশের বিরোধীরা তা নিয়ে প্রশ্ন তোলেন না।’’ তাঁর মতে, ‘‘সরকার-বিরোধী বিক্ষোভে যুক্ত ছাত্রনেতারা আসলে জোঁকের মতো। এ দেশের সং‌বাদমাধ্যমও জঙ্গিদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করতে চায় না। এটাও ইজ়রায়েলে হয় না। আমাদের দেশের মধ্যেই সার্জিকাল স্ট্রাইক প্রয়োজন। তা না হলে ডাকাতেরা দেশকে লুট করতে তৈরি হয়ে রয়েছেন।’’

বারবারই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন ভি কে। ফরিদাবাদে দুই দলিত শিশুর হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কেউ কুকুরকে পাথর ছুড়লেও সরকারকে দোষ দেওয়া যায়, বিষয়টি এমন নয়।’’ এই মন্তব্য নিয়ে প্রবল বিতর্কের জেরে তিনি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু ইরাকে নিহত ভারতীয়দের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে মুখ খুলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ইরাকে ওই ভারতীয়দের জন্য অনুসন্ধানে দিল্লির প্রতিনিধিত্ব করেছিলেন ভি কে। পরে ওই ভারতীয়দের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে ভি কে বলেন, ‘‘এটা বিস্কুট বিলিয়ে বেড়ানোর মতো ব্যাপার নয়। আমি পকেটে টাকার ব্যাগ নিয়ে ঘুরছি না যে টাকা বিলিয়ে দেব। বিষয়টির সঙ্গে বহু মানুষের জীবন জড়িত।’’ কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার কটাক্ষ, ‘‘ভি কে সিংহই এক সময়ে বর্তমান সেনাপ্রধানকে ডাকাত বলেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Air Force V K Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE