ভিএইচপি নেত্রী সাধ্বী সরস্বতী। ফাইল ছবি।
এ বার গরু বাঁচাতে তরোয়াল কেনার নিদান দিলেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী। মঙ্গলবার ভিএইচপি আয়োজিত একটি অনুষ্ঠানে সংগঠনের নেত্রী সাধ্বী সরস্বতী বলেন, ‘‘স্মার্টফোন ইত্যাদির পিছনে গাদাগাদা টাকা খরচ না করে সকলে একটি করে তরোয়াল কিনুন। তাতে গরুর বংশ রক্ষা হবে। শত্রুর নজর থেকে বাঁচবে নিজের পরিবারও।’’
গো-রক্ষা নিয়ে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাথাব্যথা নতুন নয়। এ বার গরু বাঁচাতে অস্ত্র ধরার নিদান দিলেন ভিএইচপি নেত্রী সাধ্বী সরস্বতী। মঙ্গলবার উদুপি জেলায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘যাঁরা স্মার্টফোন কেনার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন, তাঁরা গরু রক্ষার জন্য অনায়াসে অস্ত্র কিনে ঘরে রাখতে পারেন। এতে আমাদের ‘গো মাতা’-কে কসাইখানায় যাওয়া থেকে রোখা যাবে।’’
কর্নাটকের উদুপি জেলায় ভিএইচপি-র অনুষ্ঠানে সাধ্বী আরও দাবি করেন, তাঁর জন্ম হয়েছে গো-শালায়। এবং তাঁর কর্তব্য গরুদের কসাইখানায় যাওয়া থেকে আটকানো। তিনি বলেন, ‘‘যে দিন আমার জন্ম হয়, সে দিন থেকেই আমার জীবনে দু’টি উদ্দেশ্য। প্রথমত, ভগবান রামের মন্দির নির্মাণ এবং ভারতে গরু জবাই বন্ধ করা।’’ আর তাই তিনি নিজের ভাষণে মানুষকে তরোয়াল কেনার পরামর্শ দিয়েছেন। যদিও গো-রক্ষায় হাতে হাতে অস্ত্রশস্ত্র রাখা কতটা আইনসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy