গুলি চলার সেই দৃশ্য।
ভরা আদালত চত্বর। তার মধ্যেই এলাপাথাড়ি গুলি চলল। গুলির আওয়াজেই তখন চারপাশে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। শুক্রবার দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে। তাকে নিশানা করতে আগে থেকেই সেখানে হাজির ছিল তার বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা।
গোগীকে নিয়ে যখন আদালত চত্বরে ঢোকে পুলিশ। তখনই তার উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী দুই দুষ্কৃতী।
Shoot out in Rohini Court (Source of the Video: Unknown)
— Bar & Bench (@barandbench) September 24, 2021
Gangster and Assailant shot dead. pic.twitter.com/bczYGowctr
গুলি চলার সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে ছুটে যাচ্ছে পুলিশ। একটি ঘরের ভিতরে যে তাণ্ডব চলছে, ভিডিয়োতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই ঘরেই গোগীর উপর হামলা হয়। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয় দুই হামলাকারী। ভরা আদালতে তখন রক্তারক্তি কাণ্ড। যা দেখে শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরাও।