সন্তান নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের পথে বাধা হচ্ছিল! তাই তাকে রাস্তায় ফেলে এলেন এক যুবক। এমনই অবিশ্বাস্য এক ঘটনা সামনে এল। তবে শেষ পর্যন্ত ঘটনা অন্য দিকে মোড় নেয়। নিজের জালে নিজেই ফেঁসে যান ওই যুবক।
বছর পঁচিশের সাহেব চৌধুরি, বিহারের পশ্চিম চম্পারণ জেলায় আসল বাড়ি। বছর ছয়েক আগে বিয়ে করেন বছর তেইশের সরোজকে। বর্তমানে তাঁরা দু’জনেই গুজরাতে সুরতের একটি কাপড় কলে কাজ করেন। সাহেব-সরোজের প্রিন্স নামের একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে। কিন্তু সেই সন্তানই নাকি তাঁদের ‘সম্পর্কের’ পথে বাধা হচ্ছিল।
সাহেব-সরোজ সুরতের সচিন জিআইডিসি এলাকায় একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন। এই দীর্ঘ লকডাউনের সময় সাহেবের নাকি স্ত্রীকে ‘কাছে পেতে’ সমস্যা হচ্ছিল। তাই তিনি পাঁচ বছরের ছোট্ট শিশুটিকে একটি বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে পালিয়ে আসেন। আর ঝামেলা থেকে বাঁচতে অপহরণের নাটক ফাঁদেন।