এক মহিলা ও নিরাপত্তারক্ষীর খণ্ডযুদ্ধের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একদল মহিলা-পুরুষ মাথায় সাদা ফেট্টি বেঁধে, প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছেন। আর তাঁদের সঙ্গে রীতিমতো টানা-হ্যাঁচড়া চলছে নিরাপত্তারক্ষীদের। ছবিটি ভাইরাল হলেও এই পিছনে রয়েছে অন্য ‘গল্প’।
পিঙ্কু গিরি নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ছবিটি শুক্রবার আপলোড হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এটি অসমের ছবি। পোস্টে দেখা যাচ্ছে, বিক্ষোভকারী এক মহিলার হলুদ রঙের টি-শার্টের একটি অংশ ধরে টানছেন এক নিরাপত্তারক্ষী। টি-শার্টের বেশ কিছুটা অংশ ছিঁড়ে ওই নিরাপত্তা কর্মীর হাতে চলেএসেছে।
পিঙ্কুর এই পোস্টটি ইতিমধ্যেই প্রায় দু’হাজার শেয়ার হয়ে গিয়েছে। সেই সঙ্গে প্রচুর মানুষ এই ছবিটিকে অসমের ছবি ভেবে কমেন্ট করেছেন, নিন্দা করেছেন। তবে পিঙ্কুর পোস্টটি এখন খুলতে গেলেই প্রথমেই ফেসবুকের তরফে একটি মেসেজ ভেসে উঠছে। যেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, ‘যাচাই করে দেখা গিয়েছে এই পোস্টে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।’