Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Viral

বায়ু দূষণের জের মন্দিরেও, বিগ্রহেও মুখোশ

মন্দিরের পুরোহিত হরিশ মিশ্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা গরমের সময় দেবতাদের মূর্তিতে চন্দন লাগান, যাতে তাঁরা শীতল থাকেন। আবার ঠাণ্ডার সময় উলের পোশাক পরানো হয়, যাতে তাঁদের ঠাণ্ডা না লাগে। তেমনি, বায়ু দূষণের প্রভাব এড়াতে তাঁরা দেবতাদের মূর্তিতে মুখোশ পরিয়েছেন।

বিগ্রহের মুখে মুখোশ। ছবি: টুইটার থেকে নেওয়া।

বিগ্রহের মুখে মুখোশ। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বারাণসী শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ১৭:১৭
Share: Save:

দিল্লির বায়ু দূষণের মাঝেই একই কারণে খবরে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীও। সেখানকার একটি মন্দিরে দূষণের প্রভাব থেকে বাঁচাতে দেবদেবীর মূর্তিতে পরানো হল মুখোশ। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বারাণসী জেলার শহরতলি সিগরার বিখ্যাত শিব-পার্বতী মন্দিরে দেবতাদের মূর্তির মুখে পরানো হয়েছে মুখোশ। সেখানে শিব, দুর্গা, বিষ্ণু কালী, সাইবাবার মুর্তিতে মুখোশ পরানো হয়েছে।

মন্দিরের পুরোহিত হরিশ মিশ্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা গরমের সময় দেবতাদের মূর্তিতে চন্দন লাগান, যাতে তাঁরা শীতল থাকেন। আবার ঠাণ্ডার সময় উলের পোশাক পরানো হয়, যাতে তাঁদের ঠাণ্ডা না লাগে। তেমনি, বায়ু দূষণের প্রভাব এড়াতে তাঁরা দেবতাদের মূর্তিতে মুখোশ পরিয়েছেন।

আরও পড়ুন: দম্পতির ব্যক্তিগত মুহূর্তের শব্দ রেকর্ড যুবকের, ঘটনা ধরা পড়ল হোটেলের সিসি ক্যামেরায়

হরিশ মিশ্রের দাবি, দর্শনার্থীরা দেবতাদের মুখোশ পরা মূর্তি দেখে নিজেরাও বায়ু দূষণের হাত থেকে বাঁচতে তা পরছেন। এতে মানুষের উপকারই হচ্ছে।

আরও পড়ুন: কিশোরীকে ককপিটে ডেকে আজীবন নির্বাসিত পাইলট!

দূষণ নিয়ে হরিশ আরও বলেন, প্রত্যেই বায়ু দূষণের জন্য দায়ী, শুধু বাজি, গাড়ি থেকেই দূষণ হয় এমন নয়, দূষণ আবর্জনা পোড়ানোর ফলেও হয়। তাই মানুষ যতদিন সচেতন না হবেন ততদিন পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না।

মুখোশ পরা বিগ্রহের ছবি সোশ্যাল মিডিয়ায়:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Pollusion Temple Masks God
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE