Advertisement
২২ ফেব্রুয়ারি ২০২৪
Sunny Leone

Viral: বরযাত্রীদের মাঝেই সানি লিওনির ফিল্মি গানে উদ্দাম নাচ মরাঠি বধূর

যদিও এই ঘটনা বছরখানেক আগেকার, ২০২০ সালের। তবে মরাঠি সংবাদমাধ্যমে ওই যুবতীর নাচের ভিডিয়ো ফের চর্চায়।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৪:১৮
Share: Save:

বিয়ের আসরে নববধূকে লাজুক, ভীরু ভঙ্গিতে দেখতেই অভ্যস্ত অনেকে। তবে সে সব বোধহয় এই মরাঠি যুবতীর ক্ষেত্রে খাটে না। নিজের বিয়ের অনুষ্ঠানে রীতিমতো দাপিয়ে বেড়ালেন তিনি। চিরাচরিত লাজুক বধূর ছবিকে ভেঙে খান খান করে নিজের বিয়ের আসরে অতিথিদের সামনেই নেচে উঠলেন সানি লিওনির বলিউডি ফিল্ম ‘এক পহেলি লীলা’-র একটি গানের ছন্দে। সে ফিল্মে সানির নাচের হুবহু ভঙ্গিতেই তাল মেলালেন ‘মেরে সাইয়াঁ সুপারস্টার’-এর মতো গানে। তাঁর এ হেন কীর্তিতে রীতিমতো মজে অতিথিরাও। যদিও এই ঘটনা বছরখানেক আগেকার, তবে মরাঠি সংবাদমাধ্যমে ওই যুবতীর নাচের ভিডিয়ো ফের চর্চায়।

ভিডিয়োতে দেখা গিয়েছে, মরাঠি বধূর চিরাচরিত সাজে ওই যুবতী। তবে সঙ্গে খানিক চমক— কালো রোদচশমায় ঢাকা চোখ দু’টি। মঞ্চ ছেড়ে অতিথিদের মাঝেই হঠাৎই শুরু করলেন নাচ। ‘মেরে সাইয়াঁ সুপারস্টার’-এর তালে তাল মিলিয়ে। তাঁর ‘সানিচিত’ নাচে সোৎসাহে তাল মিলিয়েছেন এক অতিথিও। তাঁর নাচে মজে অতিথিরা। কয়েক জন বরযাত্রী তো শিষও দিয়ে উঠেছেন। এ সবের মাঝে বিয়ের মঞ্চে যুবতীর ভবিষ্যৎ-সঙ্গী তখন রীতিমতো মুগ্ধ। তবে সে সবে খেয়াল নেই বধূর। গানটির তালে তালে পা মিলিয়ে নিজের বিশেষ দিনটি উদ্‌যাপনে ব্যস্ত তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE