পোল্যান্ডের এক গ্রন্থাগার এখন ভারতীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ সেই গ্রন্থাগারের দেওয়ালে খোদাই করা কিছু লিপি। বড় গ্রন্থাগারের দেওয়াল সাজানো নতুন কথা নয়। তবে পোল্যান্ডের এই গ্রন্থাগারের এক একটি দেওয়ালে উপনিষদের বাণী হুবহু খোদাই করা রয়েছে। সংস্কৃত ভাষায়, দেবনাগরী হরফে। দেওয়ালগুলির ছবি তুলে টুইটারে পোস্ট করেছিল পোল্যান্ডের ভারতীয় দূতাবাস। তা দেখে ভারতীয়দের প্রতিক্রিয়া, ‘যদি নিজের দেশেও উপনিষদ এত কদর পেত!’
পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের দেওয়ালে খোদাই করা হয়েছে উপনিষদের ওই লিপি। পোল্যান্ডের ভারতীয় দূতাবাসের দেওয়া ছবিতে পর পর ছ’টি দেওয়ালের ব্লকে দেখা যাচ্ছে দেবনাগরী হরফে লেখা উপনিষদের বাণী। বিবরণে তারা লিখেছে, ‘‘অপূর্ব দৃশ্য!! এটি ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের দেওয়াল। যেখানে উপনিষদের বাণী খোদাই করা রয়েছে।’’