এ যেন আইনের রক্ষকের হাতেই আইন ভাঙার নজির! সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বৈঠকখানায় এক মহিলার উপর অত্যাচার করছেন তিন জন। ওই তিন জনের মধ্যে একজন প্রাক্তন বিচারপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সেই প্রাক্তন বিচারপতি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমন দু’টি ভিডিয়ো ক্লিপ। দেখা যাচ্ছে, এক গৃহবধুকে বিছানা, মেঝেতে ফেলে, টেনে-হিঁচড়ে মারধর করা হচ্ছে। আর তাঁর দুধের শিশু মাকে বাঁচানোর চেষ্টা করছে। আর একটি শিশুও সেখানে চলে এসেছে। পরে তাকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।
এই ছবি হায়দরাবাদ ও মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতির বাড়ির। নাম নুটি রামমোহন রাও। তাঁকে ছাড়াও ভিডিয়োতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা হলেন প্রাক্তন বিচারপতির স্ত্রী নুটি দুর্গা জয়লক্ষ্মী ও তাঁদের ছেলে, নির্যাতিতার স্বামী নুটি বশিষ্ঠ। নির্যাতিতা গৃহবধুর নাম সিন্ধু শর্মা (৩০)।