সবে বর্ষা এসেছে এ দেশে। এর মধ্যেই বন্যা দেখা দিয়েছে মধ্যপ্রদেশের খারগন জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকায়। যার জেরে ওই এলাকার রাস্তা দিয়ে তীব্র বেগে বয়ে চলেছে জলের ধারা। যার জেরে যানবাহন ও গরুর গাড়ি চলাচল করতে পারছে না। করলেও তাঁদের সম্মুখীন হতে হচ্ছে বিপদের।
মঙ্গলবার সকালে সেখানকার বন্যা কবলিত রাস্তা দিয়ে সাইকেল, বাইক নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। সে সময়ই জলের তোড়ে ভেসে যায় একটি আরোহী সহ একটি বাইক। জলের তোড়ে ভারসাম্য না রাখতে পেরে বাইক নিয়ে আরোহী পড়ে যান রাস্তার পাশে জলমগ্ন এলাকায়।
জলে পড়ে হাবু ডুবু খেতে থাকেন তিনি। ভেসে চলে যায় বাইকটিও। সে সময় সেখানে উপস্থিত লোক জন তাঁকে কোনও ক্রমে জল থেকে তুলে উদ্ধার করেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এক সংবাদ সংস্থার তরফে। তারপরই ভাইরাল হয়েছে সেটি। দেখুন সেই ঘটনার ভিডিয়ো-
#WATCH Madhya Pradesh: A biker was swept away while crossing a flooded road in Khargone. He was later rescued by locals. (02.07.19) pic.twitter.com/uXYK0HlhuL
— ANI (@ANI) July 3, 2019
আরও পড়ুন: চার মাস আগের গণধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার পাঁচ ছাত্র
আরও পড়ুন: কেন বিশ্বজুড়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অচল ছিল ফেসবুক-হোয়াটসঅ্যাপ?