Advertisement
২১ জুলাই ২০২৪
Anand Mahindra

কবাডির ভিডিয়ো কেন প্রাণিত করল? কী বললেন আনন্দ মহীন্দ্রা

বৃহস্পতিবার কবাডি খেলার একটি ভিডিয়ো তিনি আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। তার পরই সেই ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়ায়।

ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১৭:১২
Share: Save:

ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে। প্রায়শই নিত্য নতুন ছবি বা ভিডিয়ো শেয়ার করে তিনি চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বৃহস্পতিবার কবাডি খেলার একটি ভিডিয়ো তিনি আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। তার পরই সেই ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়ায়।

কবাডি খেলার ২৪ সেকেন্ডের সেই ভিডিয়ো ক্লিপ দেখে তিনি যা শিক্ষা পেয়েছেন সেই কথায় তিনি লিখেছেন ক্যাপশনে। সেখানে তিনি লিখেছেন , ‘‘পরিস্থিতি যতই প্রতিকূল হোক, হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শেষ সময় অবধি চেষ্টা করতে হবে ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে।’’ তিনি আরও জানিয়েছেন, কবাডির এই ভিডিয়োটি পাকিস্তানের ঘরোয়া কবাডি লিগের।

আনন্দ মহীন্দ্রার আপলোড করা ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৭৭ হাজার ইউজার। দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: ‘স্ত্রী নেই বাড়িতে, এসে রান্না করে দাও’, মাঝরাতে ছাত্রীকে ফোন হস্টেল ওয়ার্ডেনের!

আরও পড়ুন: পাঁচতারা হোটেলে তিনটি ডিমের দাম দিতে গিয়ে মাথায় হাত এই সঙ্গীত পরিচালকের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anand Mahindra Viral Video Kabaddi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE