ব্যস্ত রাস্তা। সেই ব্যস্ত রাস্তার মধ্যেই বন্দুক উঁচিয়ে ডাকাতি করল চার দুষ্কৃতি। সোমবার এই ঘটনা ঘটেছে দিল্লির তিলকনগর এলাকায়। ডাকাতির ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এসে উঠল দাঁড়িয়ে থাকা গাড়িতে। তিনি গাড়ি স্টার্ট করতে যাবেন, সে সময় পিছন থেকে ছুটে এল দু’জন। তাদের মধ্যে একজন পরে লাল রঙের সোয়েটার, মুখ ঢাকা সাদা শালে। সে এসেই গাড়ির দরজা খুলে বন্দুক উচিয়ে ধরল। তার পাশে কমলা রঙের সোয়েটার পরে দাঁড়িয়েছিল একজন। ততক্ষণে ওই গাড়ির কাছে চলে এসেছেন আরও দু’জন। তাদের হাতেও বন্দুক।
সেই ফুটেজে দেখা যাচ্ছে, এত কিছুর মধ্যেই সেই রাস্তা দিয়ে যাচ্ছেন পথচারীরা। এক জন বাইক আরোহীও আসছিলেন সেদিকে। কিন্তু বন্দুক হাতে থাকা দুষ্কৃতি দেখে বাইক ঘুরিয়ে পালিয়ে গেলেন। ডাকাতি করতে করতে এক দুষ্কৃতি সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে ফেলেন। তার পরই পালিয়ে যায় ওই ডাকাত দল। এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানা সম্ভব হয়নি।
দেখুন সেই ভিডিয়ো—
#WATCH Four unidentified men caught on camera robbing a man in Delhi's Tilak Nagar yesterday pic.twitter.com/KeSHMdpd8I
— ANI (@ANI) January 7, 2020
আরও পড়ুন: জেএনইউ-র পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় গেরুয়া শিবিরের নিশানায় দীপিকা