Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

‘কুডুক্কু’ গানের তালে চার্চের ফাদারের নাচ! ভিডিয়ো ভাইরাল

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩১
কুডুক্কু গানের তালে নাচছেন ফাদার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কুডুক্কু গানের তালে নাচছেন ফাদার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা নিভিন পাউলি। তাঁর অভিনীত মালয়ালাম ছবি ‘লাভ অ্যাকশন ড্রামা’ ইতিমধ্যেই হিট। সেই ছবির গান ‘কুডুক্কু’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা চরমে। এই বছর ওনাম উৎসবের সময় কুডুক্কুতেই মেতেছিল কেরলবাসী। সেই গানে সম্প্রতি নাচলেন দিল্লির গির্জার এক ফাদার। সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

ওই ফাদারের নাম ম্যাথিউ কিঝাকেচিরা। ফাদারের চিরাচরিত সাদা পোশাকে অন্য দু’জনের সঙ্গে তাঁর নাচকে এই গানের অন্যতম সেরা নাচ বলছে নেটদুনিয়া। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নাচের সময় তাঁকে উৎসাহিত করছেন সেখানে উপস্থিত জনতা।

ফাদারের সেই নাচের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার পোস্ট করেছেন নিভিন। তার পর থেকে প্রায় তিন লক্ষের কাছাকাছি ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন

Advertisement