অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। শুধু মানুষই নয়, সমস্যায় পড়েছে পশু পাখিরাও। প্রতিদিন জনজীবনের সেই বিপর্যয়ের মাঝেই উঠে এল এক মন ভাল করা ছবি। মুম্বইয়ে বৃষ্টির জলে ভেসে যাওয়া এক কুকুরকে উদ্ধার করলেন দুই ট্রাফিক পুলিশ।
মুম্বইয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা দিয়ে নদীর মতো জল বয়ে যাচ্ছে। সেই জলের তোড়েই ভেসে যাচ্ছিল একটি কুকুর। দেখতে পান এক ট্রাফিক পুলিশ। দেখতে পেয়ে উদ্ধার করেন।
ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্টকরা হয়েছে মুম্বই পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, একটি কালো রঙের কুকুর জল ঠেলে সাঁতরে আসছে। তাকেই হাত দেখিয়ে ডাকছেন এক ট্রাফিক পুলিশ। এই দৃশ্য দেখে আর এক ট্রাফিক পুলিশ তাঁর কাছে আসেন। দুজনে মিলে কুকুরটিকে জল থেকে তুলে নেন।
আরও পড়ুন : মজার মন্তব্যে ভরে গেল সচিন-পিচাইয়ের ছবি
আরও পড়ুন : ‘মাদক খাইয়ে গাড়ির মধ্যে আমাকে ধর্ষণ করে, ছবি তুলে রাখে আদিত্য পাঞ্চোলি’
Man’s best friend, found its best friend in PC Prakash Pawar too. #FriendsIndeed pic.twitter.com/hCsrDwlfZ5
— Mumbai Police (@MumbaiPolice) July 3, 2019
চব্বিশ সেকেন্ডের ডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন।