সাপুড়ের ভুমিকায় পুলিশ। সাপুড়ের মতো সাপের সামনে বিন বাজাতে দেখা গেল এক উর্দিধারীকে। আর তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে।
উত্তর প্রদেশের বিজনৌরের এক থানায় ধরা পড়েছে এমনই এক ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি সাপকে ধরার চেষ্টা করছেন সাপুড়েরা। আর তাঁদের পিছনে দাঁড়িয়ে বিন বাজাচ্ছেন এক পুলিশ কর্মী। আশেপাশে আরও কয়েক জন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই কাণ্ড। তাঁদের মধ্যে একাধিক ব্যক্তি মোবাইলে ঘটনা রেকর্ডও করে রাখেন।
বিজনৌরের ওই থানায় সাপ দেখতে পেয়ে সাপুড়েদের খবর দেন পুলিশ কর্মীরা। সাপুড়েরা এসে সাপটিকে ধরে নিয়ে যান। কিন্তু তাঁদের সাপ ধরার সময় থানার এক পুলিশ কর্মী তাঁদের সাহায্য করার জন্য সাপুড়েদের বিন বাজাতে থাকেন। এতে সাপুড়েদের কোনও সাহায্য হয়েছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। কারণ, সাপ কোনও শব্দ শুনতে পায় না।
আরও পড়ুন: দম্পতির ব্যক্তিগত মুহূর্তের শব্দ রেকর্ড যুবকের, ঘটনা ধরা পড়ল হোটেলের সিসি ক্যামেরায়
তবে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সংবাদ সংস্থা এএনআই-এর পোস্টটি ভাইরাল হয়ে যায়।ভিডিয়োটি ৬ নভেম্বর পোস্ট হয়েছে। পোস্টে জানানো হয়েছে এই ঘটনা পাঁচ নভেম্বরের।
আরও পড়ুন: কর্নাটকে মন্দিরের সামনে সাত মাথাওয়ালা সাপের খোলস
দেখুন পুলিশ কর্মীর বিন বাজানোর ভিডিয়ো:
#WATCH: A policeman plays snake charmer's flute during rescue of a snake which had entered Himpurdeep Police Station in Bijnor. (5.11.2019) pic.twitter.com/yBvrH6l6wp
— ANI UP (@ANINewsUP) November 6, 2019