স্বামী নাকি নিয়মিত স্নান করেন না, দাড়ি কামান না, এমনকি দাঁতও মাজেন না। এই অভিযোগে বিবাহ বিচ্ছেদের আর্জি জানালেন বিহারের বৈশালী জেলার এক মহিলা। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে শিষ্টাচারের অভাবের অভিযোগও তুলেছেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিহারের রাজ্য মহিলা কমিশনে অভিযোগ করেন সোনি দেবী নামে বছর কুড়ির ওই মহিলা। অভিযোগ পেয়ে সোনি দেবী ও তাঁর স্বামী বছর তেইশের মণীশ রাম-কে ডেকে পাঠায় কমিশন। সেখানে সোনি দেবীর অভিযোগ শোনার পর কমিশন মণীশকে দু’মাসের সময় দিয়েছে। তাঁকে বলা হয়েছে নিজের জীবনযাত্রার ধরন পরিবর্তন করতে। না হলে আইন অনুযায়ী যা পদক্ষেপ করার করবে মহিলা কমিশন।
কমিশনের সদস্যা প্রতীমা সিন্হা বলেছেন, বৃহস্পতিবার তাঁদের কাছে এই অভিযোগ আসে। যেখনে নয়গাঁ-এর বাসিন্দা সোনি দেবী তাঁদের কাছে অভিযোগ করেন, স্বামীর নিয়মিত স্নান না করা, দাঁত না মাজা, দাড়ি না কাটা ও খারাপ ব্যবহারের। তারপরই তাঁরা দু’জনকে ডেকে পাঠান। তবে এমন ‘তুচ্ছ’ কারণে যদি বিচ্ছেদ হয়ে যায়, তবে তা দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন তিনি। তাই তাঁরা দু’জনকেই সময় দিয়েছেন।