Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2024

ভোট দিলেই খাবারের বিলে ২০ শতাংশ ছাড় রেস্তরাঁয়, কোন রাজ্যে দেওয়া হবে এই ‘উপহার’?

এখনও পর্যন্ত একটি মাত্র রাজ্যেই ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে নির্বাচন কমিশনের তরফে মৌ স্বাক্ষর করা হয়েছে।

ভোটারদের জন্য বিশেষ উপহার।

ভোটারদের জন্য বিশেষ উপহার। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১১:০৯
Share: Save:

লোকসভা ভোটের মুখে ভোটারদের জন্য বিশেষ ঘোষণা। ভোট দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তরাঁয় খেতে গেলে খাবারের বিলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। তবে এই ছাড় পাওয়া যাবে নির্দিষ্ট সময়ের জন্য। এখনও পর্যন্ত একটি মাত্র রাজ্যেই ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে নির্বাচন কমিশনের তরফে মৌ স্বাক্ষর করা হয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোট হবে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু। ভোটগণনা ৪ জুন। উত্তরাখণ্ডে প্রথম দফায় ভোট হবে। ১৯ এপ্রিল নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তরাঁয় খেতে যান, তবে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

২০ এপ্রিলও এই পরিষেবা উপভোগ করতে পারবেন ভোটারেরা। কিন্তু তার পর আর ভোট দেওয়ার জন্য খাবারের বিলে এই বাড়তি ছাড় পাবেন না ভোটারেরা।

উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানান, খাবারের বিলে ছাড় দেওয়ার আগে আঙুলে কালির ছাপ দেখে খতিয়ে দেখবেন আদপে তাঁরা ভোট দিয়েছেন কি না। উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বৃদ্ধি করতেই এই বিশেষ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE