আমেরিকার ভিসা নবীকরণ করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরও বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ ভিসা নবীকরণের জন্য আমেরিকার দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরও জটিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যেমনটা ছিল অতিমারির আগে। অর্থাৎ এখন থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার ১২ মাসের মধ্যেই আবার নবীকরণের জন্য আবেদন করতে হবে। অতিমারির সময়ে মার্কিন দূতাবাস, উপদূতাবাসগুলিতে ভিড় এড়াতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। এ বার নবীকরণের আবেদন করার সময়সীমার বদল হওয়ার কারণে বিপাকে পড়তে চলেছেন ভারতীয়েরা।
আমেরিকায় ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য বা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে, কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসারই প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়। ২০২২ সালের নভেম্বরে ভারতে বি১, বি২ ভিসার আবেদন করলে অপেক্ষা করতে হত ৯৯৯ দিন। এই ভিসা নবীকরণের সময়সীমা ১২ মাস থেকে বৃদ্ধি করে ৪৮ মাস করা হয়। তার পর থেকে বি১, বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
দিল্লি এবং মুম্বইয়ে এখন এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন, কলকাতায় ৪১৫ দিন। এ বার নবীকরণের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীর ভিড় আরও বৃদ্ধি পাবে। যাঁরা আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবীকরণের আবেদন করছিলেন, তাঁরা এখন এক বছরের মধ্যে নবীকরণের জন্য বাধ্য হবেন। ফলে ইন্টারভিউয়ের তারিখ পেতে আরও সমস্যা হবে। আরও বেশি দিন অপেক্ষা করতে হবে। যাঁরা আমেরিকার বি১, বি২ ভিসা নবীকরণ করতে চান, তাঁদের মধ্যে যাঁদের বয়স ১৪ বছরের নীচে বা ৮০ বছরের বেশি, তাঁদের আমেরিকার দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউ না দিলেও চলবে। তবে তাঁদের অবশ্যই ভারত বা ভুটানের নাগরিক হতে হবে।