Advertisement
E-Paper

রাফাল নিয়ে কথার লড়াইয়ে প্রাক্তন-বর্তমান

অনিল অম্বানীকে সুবিধা পাইয়ে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ৪১ হাজার কোটি টাকা বেশি দামে রাফাল যুদ্ধবিমান কেনার অভিযোগ তুলেছিলেন রাহুল গাঁধী। সেই প্রশ্নের মুখে আজ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, ইউপিএ-সরকার যে দামে রাফাল কিনতে চলেছিল, মোদী সরকার তার ৯ শতাংশ কম দামে কিনছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৮
এ কে অ্যান্টনি এবং নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

এ কে অ্যান্টনি এবং নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

রাফাল নিয়ে এ বার মুখোমুখি লড়াই প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বনাম বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর।

অনিল অম্বানীকে সুবিধা পাইয়ে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ৪১ হাজার কোটি টাকা বেশি দামে রাফাল যুদ্ধবিমান কেনার অভিযোগ তুলেছিলেন রাহুল গাঁধী। সেই প্রশ্নের মুখে আজ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, ইউপিএ-সরকার যে দামে রাফাল কিনতে চলেছিল, মোদী সরকার তার ৯ শতাংশ কম দামে কিনছে। ইউপিএ-র প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির পাল্টা প্রশ্ন, যদি এত সস্তাতেই পেলেন, তা হলে ৩৬টি না কিনে বায়ুসেনার চাহিদা অনুযায়ী ১২৬টি যুদ্ধবিমানই কিনলেন না কেন? নির্মলার জবাব, যুদ্ধবিমানের অভাব মেটাতেই জরুরি ভিত্তিতে ৩৬টি রাফাল কেনা হচ্ছে। অ্যান্টনির যুক্তি, ৩৬টি বিমান হাতে পেতে ২০২২ গড়িয়ে যাবে। আশু প্রয়োজন মিটছে কোথায়!

রাহুলের সুরেই অ্যান্টনির অভিযোগ, রাফাল তৈরির বরাত থেকে মোদী সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল-কে বঞ্চিত করেছে। নির্মলা এখন বলছেন, হ্যাল-এর নাকি সেই যুদ্ধবিমান তৈরির দক্ষতাই নেই। নির্মলার পাল্টা দাবি, হ্যাল বাদ পড়েছিল ইউপিএ জমানাতেই। তখনই ফরাসি সংস্থা দাসল্টের সঙ্গে তাদের বোঝাপড়া হয়নি।

প্রাক্তন ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর কথার লড়াইয়ের মধ্যেই আজ মুম্বইয়ে রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের বার্ষিক সাধারণ সভায় অনিল অম্বানী বলেন, ‘‘রাজনৈতিক দলগুলির কাছে ভুল তথ্য রয়েছে। তারা ভুল পথে চালিত হচ্ছে। কর্পোরেট জগতের শত্রুরা নোংরা কায়েমি স্বার্থে ওঁদের বিভ্রান্ত করছে।’’

রাফাল নিয়ে চাপ আরও বাড়াতে সিএজি ও সিভিসির কাছে চুক্তির নথি খতিয়ে দেখার দাবি তুলতে চলেছে কংগ্রেস। সিএজি ইতিমধ্যেই রাফাল-চুক্তি খতিয়ে দেখতে শুরু করেছে। সরকারের বাধায় সে কাজ যাতে না আটকায়, সে জন্যই কংগ্রেস আগামী কালই সিএজি-র কাছে যাবে। ইউপিএ জমানার শেষ পর্বে কমনওয়েলথ গেমস, টু-জি, কয়লা খনি বণ্টন নিয়ে কেলেঙ্কারির কথা সিএজি রিপোর্টই উঠে এসেছিল। যা বিজেপির প্রধান অস্ত্র হয়ে ওঠে। উনিশের ভোটের আগে কংগ্রেসও তাই একই হাতিয়ার পেতে চাইছে।

কংগ্রেসের অভিযোগ, রাফাল নিয়ে আক্রমণ ভেস্তে দিতেই বিজেপি আইনজীবী এম এল শর্মাকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে। শর্মা সরাসরি নরেন্দ্র দামোদরদাস মোদীর নামে মামলা করে রাফাল-চুক্তিতে তদন্ত ও চুক্তি বাতিলের দাবি করেছেন। কংগ্রেসের যুক্তি, এমন ভাবে মামলা সাজানো হয়েছে, যাতে কোর্ট তা খারিজ করে দেয়। বিজেপি তখন প্রচার করতে পারবে, কংগ্রেস তদন্তের দাবি করলেও কোর্টই তা খারিজ করে দিয়েছে।

আজ বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চে ওই মামলা শুরুর আগে শর্মা তাঁর অসুস্থতার কথা জানিয়ে ৫ অক্টোবর পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়ার জন্য চিঠি লিখেছিলেন। কিন্তু শুনানির সময়ে দেখা যায়, তিনি এজলাসে হাজির। বিচারপতিরা শুনানি শুরু করতে চাইলে শর্মা জানান, তিনি আরও নথি জমা দিতে চান। শেষে ১০ অক্টোবর এর শুনানি হবে বলে ঠিক হয়েছে।

Nirmala Sitharaman AK Antony Rafale Deal BJP Congress এ কে অ্যান্টনি নির্মলা সীতারামন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy