Advertisement
E-Paper

ওটিতে ঝগড়া করলেন ডাক্তাররা, মৃত্যু হল শিশুর, ধরা পড়ল ক্যামেরায়

এমনটাই ঘটেছে জোধপুরের উমেদ হাসপাতালে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, প্রসূতি ওই মহিলার অস্ত্রোপচার করার সময় অপারেশন থিয়েটারেই বচসায় জড়িয়ে পড়েন দুই চিকিৎসক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৪:০৫
অপারেশন থিয়েটারে বিবাদের মুহূর্ত।— ফাইল চিত্র।

অপারেশন থিয়েটারে বিবাদের মুহূর্ত।— ফাইল চিত্র।

অপারেশন থিয়েটারের শয্যায় শুয়ে রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলা। অচৈতন্য। অস্ত্রোপচার চলছে। ভ্রূণের অবস্থা সঙ্কটজনক। অপারেশন থিয়েটারের দায়িত্বে দু’জন চিকিত্সক। সঙ্গে নার্স, সহকারী-সহ আরও অন্তত পাঁচ জন। কিন্তু অস্ত্রোপচার যাঁরা করবেন, সেই দুই চিকিত্সক তখন ঝগড়ায় ব্যস্ত। অস্ত্রোপচার ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করছেন তাঁরা। কথা কাটাকাটি, গালিগালাজ, এমনকী একে অপরকে হুমকিও নাকি দিয়েছেন।

এমনটাই ঘটেছে জোধপুরের উমেদ হাসপাতালে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, প্রসূতি ওই মহিলার অস্ত্রোপচার করার সময় অপারেশন থিয়েটারেই বচসায় জড়িয়ে পড়েন দুই চিকিৎসক। মহিলার দিকে নজর না দিয়ে রীতিমতো ঝগড়াই করতে থাকেন তাঁরা। শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে চিকিত্সকেরা অস্ত্রোপচার সারলেন বটে, তবে তত ক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার পর ওই দুই চিকিৎসক অশোক নয়নওয়াল এবং এম এল তককে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন, “মহিলাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখনই তাঁর ভ্রূণের অবস্থা ভাল ছিল না। তবুও নবজাতকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন:
বেঞ্চে পিরিয়ডসের রক্ত, বার করে দিলেন শিক্ষিকা, আত্মঘাতী ছাত্রী

মায়ের হৃদপিণ্ড দিয়ে চাটনি খেল ছেলে!

গোটা ঘটনার একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ভিডিও:

C-Section Jodhpur Umaid hospital Operating Theater Newborn Dies Medical Negligence জোধপুর Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy