Advertisement
E-Paper

নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন! তার পর... দেখুন ভিডিও

এক ব্যক্তি কখন যেন এনক্লোজারের উঁচু দেওয়াল টপকে, কৃত্রিম খাঁড়ি পেরিয়ে পৌঁছে গিয়েছেন একেবারে সিংহের গুহার সামনে। হামাগুড়ি দিয়ে তিনি তখন এগিয়ে যাচ্ছেন গুহার দিকেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৭

বেলা তখন প্রায় ১১টা। চিড়িয়াখানা চত্বরে হাজারখানেক মানুষের ভিড়।

বাকি জায়গাগুলি থেকে বাঘ, সিংহের খাঁচার সামনে দর্শকের সংখ্যাটা অপেক্ষাকৃত বেশি। এমন সময় সিংহের এনক্লোজারের সামনে ব্যাপারটা দেখে আঁতকে উঠলেন সকলে! কেউ কেউ ভয়ে চিত্কারও শুরু করে দিয়েছেন।

কারণ, এক ব্যক্তি কখন যেন এনক্লোজারের উঁচু দেওয়াল টপকে, কৃত্রিম খাঁড়ি পেরিয়ে পৌঁছে গিয়েছেন একেবারে সিংহের গুহার সামনে। হামাগুড়ি দিয়ে তিনি তখন এগিয়ে যাচ্ছেন গুহার দিকেই।

দর্শকদের চিত্কার শুনে তত ক্ষণে সেখানে পৌঁছে গিয়েছেন খাঁকি পোশাক পরা কয়েক জন নিরাপত্তারক্ষী। মুহূর্তের মধ্যে ওই যুবককে টেনে হিঁচড়ে গুহার সামনে থেকে বাইরে নিয়ে আসেন তাঁরা। বুধবার ঘটনাটি ঘটেছে তিরুঅন্তপুরম চিড়িয়াখানায়।

দেখুন ভিডিও:

এই গোটা ঘটনাটি ভিডিও করেছেন এক প্রত্যক্ষদর্শী। যা এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ওই যুবকের নাম মুরুগান থনিউপাদথ (৪৫)। কেরলের ওত্তাপালমের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

কলকাতায় বাঘের গলায় মালা পরাতে গিয়ে প্রাণ গিয়েছিল এক যুবকের। অতীতে দিল্লিতে বা জামশেদপুরেও এমন ঘটনা ঘটেছে। দু’ জায়গাতেই প্রাণ খোয়াতে হয়েছিল। তবে বুধবারের ঘটনায় তিরুঅন্তপুরম চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীদের তত্পরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন মুরুগান।

জানা গিয়েছে, উদ্ধারের পর মুরুগানকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন একটা ঘটানোর পেছনে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Thiruvananthapuram zoo lion enclosure Lion Offbeat Video Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy