Advertisement
১৭ মে ২০২৪

আগুন মৈত্রী এক্সপ্রেসে

কলকাতামুখী মৈত্রী এক্সপ্রেসে রবিবার হঠাৎ আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লেগেছিল প্যান্ট্রিকার অর্থাৎ খাবার তৈরির কামরায়। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। দমকলের ইঞ্জিন জল ঢেলে আগুন আয়ত্তে আনে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০২:৩৮
Share: Save:

কলকাতামুখী মৈত্রী এক্সপ্রেসে রবিবার হঠাৎ আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লেগেছিল প্যান্ট্রিকার অর্থাৎ খাবার তৈরির কামরায়। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। দমকলের ইঞ্জিন জল ঢেলে আগুন আয়ত্তে আনে।

পূর্ব রেল সূত্রের খবর, এ দিন বিকেলে ঢাকা থেকে আসা মৈত্রী এক্সপ্রেস তখন নৈহাটি স্টেশন পেরিয়ে কলকাতা স্টেশনের দিকে আসছিল। আচমকাই প্যান্ট্রিকার থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কের সৃষ্টি হয়। ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয় কাঁকিনাড়া স্টেশনে। ওভারহেড লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। খবর যায় রেলকর্তা ও দমকলের কাছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ট্রেনটির কলকাতায় পৌঁছতে প্রায় ২০ মিনিট দেরি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maitree Express WB rail train bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE