চড় চড় করে পারদ নামছে উত্তরের রাজ্যগুলিতে। শুরু হয়েছে প্রবল শৈত্যপ্রবাহ। মাইনাসে নেমে গিয়েছে শ্রীনগরের তাপমাত্রা। প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি ও রাজস্থানও।
দীর্ঘ আট বছর পর বুধবার জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এর আগে ২০১২ সালের ১৪ জানুয়ারি পারদ এতটা নেমেছিল এই শহরে। প্রবল ঠান্ডা থাবা বসিয়েছে রাজ্যের বাকি অঞ্চলেও। অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয়, সেই পহেলগাম অঞ্চলে মঙ্গলবারের তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা মাইনাস ১১.৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। যা গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে কম বলেই আবহাওয়া দফতর সূত্রের খবর। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলাতেও তাপমাত্রা মাইনাস ৫.৬ ডিগ্রি। অনন্তনাগ জেলার কোকেরনাগে তা পৌঁছেছে মাইনাস ৯.৯ ডিগ্রিতে।
এই রাজ্য এখন ‘চিল্লাই-কালান’-এর মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানান আবহাওয়া দফতরের আধিকারিকেরা। প্রায় ৪০ দিন ধরে চলা এই সময়কালে এক ধাক্কায় পারদ অনেকটাই নেমে যায় এই অঞ্চলে। যার জেরে চলে প্রবল শৈত্যপ্রবাহ। এ বছর এই সময় শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে। আনুমানিক ৩১ জানুয়ারি পর্যন্ত এই পর্ব চলবে বলে মনে করা হচ্ছে। তবে হঠাৎ এই তাপমাত্রা পতনের জেরে জল সরবরাহের পাইপ জমে গিয়েছে অনেক জায়গায়। পুরু বরফের আস্তরণ পড়েছে কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেক-সহ বহু জলাসয়ে। পাল্লা দিয়ে বিভিন্ন অঞ্চলে চলছে ভারী তুষারপাতও।