প্রচারে নেতারা চলে যাচ্ছিলেন দূরে দূরে। ভোটের ফলের দিন দুরবীনেও আর দেখা যাচ্ছে না তৃণমূলকে!
কেউ টেনেটুনে আড়়াইশো। কেউ দেড়়শোর কাছাকাছি। কেউ আবার একশোরও নীচে! রাজ্যের মোট ২৪টি আসনে লড়়ে সর্বত্র জামানত হারিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। জোটসঙ্গী আইএনপিটি-র হালও তথৈবচ! মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় বিজেপি জেতেনি। আসলে সিপিএম হেরেছে! বিজেপি-কে ঠেকাতে তিনি ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলেন। কার্যক্ষেত্রে আলাদা লড়়ে কংগ্রেস এবং তৃণমূল, দু’টো দলেরই হাল বেহাল!
আরও পড়ুন: বঙ্গে প্রভাব কী, শুরু বিতর্ক