Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Job Card

মোট বাতিল জব কার্ডে শীর্ষে বঙ্গ

গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ১০০ দিনের কাজ প্রকল্পে ৭.৪৩ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে।

100 days work.

২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে ৮৩,৪৩,৪৬৯টি জব কার্ড। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ০৮:০৭
Share: Save:

গত সপ্তাহে কেন্দ্র সংসদে জানায়, ভুয়ো জব কার্ড বাতিলে শীর্ষে উত্তরপ্রদেশ। তখন প্রশ্ন ওঠে, তা হলে ভুয়ো জব কার্ডের কারণ দেখিয়ে পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখার যৌক্তিকতা কী। এই আবহে আজ সংসদে যে পরিসংখ্যান পেশ করা হল, তাতে দেখা গেল, মোট বাতিল জব কার্ডের সংখ্যায় প্রথমে পশ্চিমবঙ্গ।

গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ১০০ দিনের কাজ প্রকল্পে ৭.৪৩ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে। তার মধ্যে শুধু উত্তরপ্রদেশেই বাতিল হয় ২.৯৬ লক্ষ ভুয়ো কার্ড। আজ তিনি ফের জানান, ২০২২-২৩ অর্থবর্ষে মোট বাতিল জব কার্ডের সংখ্যা ৫.৪৮ কোটির বেশি। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই বাতিল হয়েছে ৮৩,৪৩,৪৬৯টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Job Card West Bengal Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE