Advertisement
E-Paper

মোবাইলে লোকাল ট্রেনের টিকিট

লাইনে দাঁড়ানোর হয়রানি আর সময় বাঁচাতে এ বার মোবাইলে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আজ মুম্বইয়ের চার্চগেট ও ধানুরোড স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে ওই প্রযুক্তির ব্যবহার শুরু করল পশ্চিম রেলওয়ে।

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০৩:০০

লাইনে দাঁড়ানোর হয়রানি আর সময় বাঁচাতে এ বার মোবাইলে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আজ মুম্বইয়ের চার্চগেট ও ধানুরোড স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে ওই প্রযুক্তির ব্যবহার শুরু করল পশ্চিম রেলওয়ে। ১২৩ কিলোমিটার দূরত্বের মধ্যে মোট ৩৫টি স্টেশনের যাত্রীরা মোবাইলের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটার সুবিধে পেতে চলেছেন। মুম্বইয়ের পরেই শিয়ালদহ ও হাওড়া ডিভিশনেও ওই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। লোকাল ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটার জন্য ‘ইউটিসনমোবাইল’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছে ‘সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম’ (ক্রিস)। যা অ্যানড্রয়েড ও উইনডোজ-দু’ধরনের ফোনে বিনা খরচায় ডাউনলোড করতে পারবেন যাত্রীরা।

Western Railway suburban commuters rail train mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy