Advertisement
E-Paper

বাইক চালিয়ে এসে আচমকা গায়ে হাত! কান্নায় ভেঙে পড়েন অসি ক্রিকেটার, কী ঘটেছিল ইনদওরে বিশ্বকাপের আসরে?

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে ভারতে। শনিবার মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেই সূত্রে ইনদওরে ছিলেন অসি ক্রিকেটারেরা। বাইক চালিয়ে এসে এক যুবক তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ০৯:৪৮
ভারতে বিশ্বকাপ খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারেরা।

ভারতে বিশ্বকাপ খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারেরা। —ফাইল চিত্র।

হোটেল থেকে পায়ে হেঁটে ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। ৫০০ মিটার এগিয়ে আচমকা থমকে যান। পিছন দিক থেকে বাইক চালিয়ে এসে এক যুবক তাঁদের স্পর্শ করেন বলে অভিযোগ। রাস্তাতেই কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁরা। প্রতিবাদ করার সুযোগ পাননি। কারণ, তত ক্ষণে বাইক অনেক দূর এগিয়ে গিয়েছে। শেষে নিরুপায় হয়ে দলের নিরাপত্তা আধিকারিককে প্রথমে ফোনে বার্তা পাঠান। পরে তাঁকে ফোন করে কেঁদেও ফেলেন। ক্রিকেট খেলতে এসে ভারতের রাস্তায় এমন হেনস্থার শিকার হতে হবে, কল্পনাও করতে পারেননি অসি ক্রিকেটারেরা।

বৃহস্পতিবার সকালের এই ঘটনার পর জল অনেক দূর গড়িয়েছে। অস্ট্রেলিয়া দলের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর সে দিনই গ্রেফতার করা হয় আকিল নামের অভিযুক্ত যুবককে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের নিরাপত্তা ম্যানেজার ড্যানি সিমন্স বলেন, ‘‘ওরা আমাকে মেসেজ পাঠিয়েছিল। আমি সেটাই পড়ছিলাম। তার মাঝে ওরা ফোন করে। ফোনে কেঁদে ফেলেছিল এক জন। কী ঘটেছে, ফোনেই বিস্তারিত আমাকে জানায়। আমরা সঙ্গে সঙ্গে ওদের হোটেলে ফিরিয়ে আনার জন্য গাড়ি পাঠিয়েছি।’’

অভিযোগপত্রে সিমন্স বলেছেন, ‘‘সকাল ১১টা নাগাদ দুই ক্রিকেটার আমাকে জানান, তাঁরা পাশের ক্যাফেতে যাচ্ছেন। আগেও ওই ক্যাফেতে তাঁরা গিয়েছিলেন। আমাদের অন্য ক্রিকেটারেরাও গিয়েছেন। ফলে আমি আপত্তি করিনি। ১১টা ৮ মিনিট নাগাদ আমার ফোনে লাইভ লোকেশনের একটি নোটিফিকেশন আসে। এর অর্থ, কোনও ক্রিকেটার বিপদে পড়েছেন এবং তাঁর সাহায্য দরকার। দু’জন হোটেলের ৫০০ মিটারের মধ্যে ছিলেন। আমাকে মেসেজ করে জানান, এক যুবক তাঁদের অনুসরণ করছিলেন। এক জনকে পিছন দিক থেকে এসে স্পর্শ করেছেন। পরে ঘুরে এসে আবার আর এক জনকেও স্পর্শ করে পালিয়ে গিয়েছেন।’’ বিপদবার্তায় বলা হয়েছিল, ‘‘লাইভ লোকেশন পাঠাচ্ছি। এক জন আমাদের পিছু নিয়েছে, আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে।’’

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ চলছে। এ বছর আয়োজক দেশ ভারত। মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে চলতি সপ্তাহে দু’টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া দল। শনিবারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনদওরেই ছ‌িল ম্যাচ, তাতে জিতেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারের ঘটনার পর ইনদওরের এসিপি হিমানি মিশ্র দুই অসি ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের বয়ান রেকর্ড করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগে থেকেই অপরাধের ইতিহাস ছিল অভিযুক্তের। পুলিশের খাতায় তাঁর নামও ছিল। ঘটনার সময় এক পথচারী যুবকের বাইকের নম্বর দেখে রেখেছিলেন। তাঁর সাহায্যে এবং সিসি ক্যামেরার সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড শনিবার বিবৃতি দিয়ে ঘটনার কথা জানিয়েছে। বলা হয়েছে, ‘‘অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দু’জন সদস্যকে অশালীন ভাবে স্পর্শ করেছেন এক বাইক আরোহী। তাঁরা ইনদওরের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। দলের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তারা বিষয়টি খতিয়ে দেখছে।’’

ইনদওরের এই ঘটনা মধ্যপ্রদেশের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। ক্ষমতাসীন বিজেপি সরকারকে তুলোধনা করছে বিরোধীরা। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এই ধরনের আচরণ গোটা দেশের মাথা নিচু করে দিয়েছে, দাবি একাধিক বিরোধী নেতার। বিজেপির তরফে এই ঘটনা নিয়ে রাজনীতি না করার অনুরোধ করা হয়েছে। অভিযুক্তের শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দিচ্ছে মধ্যপ্রদেশ সরকার।

Australia Women Cricket Team Madhya Pradesh Indore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy