প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণের আগেই বিচারপতি রঞ্জন গগৈ বুঝিয়ে দিলেন, তিনি কোন পথে চলবেন।
বুধবার নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে সোমবার বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি গগৈয়ের মন্তব্য, ‘‘দেশ জুড়ে চরম রাজনৈতিক মন্থনের মধ্যে বাস করছি আমরা। জাতপাত, ধর্মবিশ্বাসের নিরিখে আমরা এখন বিভাজিত। আমরা কী খাব, কী পড়ব, তা এখন ছোটখাটো বিষয় নেই। এইসব অভ্যাস, তার ফারাকের ভিত্তিতেই আমরা একে অপরকে ঘৃণা করছি।’’ এই প্রেক্ষিতে তিনি সংবিধান মেনেই ন্যায়ের পথে হাঁটবেন বলে বার্তা দিয়েছেন বিচারপতি গগৈ। তাঁর বক্তব্য, ‘‘যখনই কোনও সংশয় হবে, সংবিধানের নৈতিকতাই শেষ কথা বলবে।’’
বিচারপতি রঞ্জন গগৈ-সহ প্রবীণ বিচারপতিরাই বিদায়ী প্রধান বিচারপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন, বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় থাকছে কি না। আজ বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্র সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের বিদায় সংবর্ধনায় বলেন, ‘‘বিচারের স্বাধীনতা সব সময়েই বহাল থাকবে।’’ তাঁর বিরুদ্ধে প্রবীণ বিচারপতিরা মুখ খোলায় সুপ্রিম কোর্টের শীর্ষস্তরে ফাটলও প্রকাশ্যে চলে এসেছিল। আজ প্রধান বিচারপতি মিশ্রের মন্তব্য, ‘‘বিচারপতিদের মধ্যে সব সময়ে সহকর্মীর সম্পর্ক ছিল ও রয়েছে।’’