অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের উপর বিমানটি ভেঙে পড়েছে। এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিমানে যাত্রীর সংখ্যা ২৩০। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাঁদের মধ্যে দু’জন পাইলট।
বৃহস্পতিবার বিকেল ৩টে ১৯ মিনিটে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১৭১ বিমানটি বেলা ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর ছাড়ে। বোয়িং সংস্থার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এ ছাড়া, ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান এবং সাত জন পর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য একটি হটলাইন নম্বর খুলেছে এয়ার ইন্ডিয়া। ১৮০০৫৬৯১৪৪৪ নম্বরে যোগাযোগ করে এই সংক্রান্ত তথ্য জানা যাবে। কী ভাবে এই দুর্ঘটনা, তার তদন্ত শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কর্তৃপক্ষকে এই সংক্রান্ত তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা বিজয় রূপাণী। তিনি লন্ডনে যাচ্ছিলেন। তাঁর কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
লোকালয়ে ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জানা গিয়েছে, বিমানবন্দরের কাছে ডাক্তারদের একটি হস্টেলের উপরে বিমানটি ভেঙে পড়ে। খুব বেশি উচ্চতায় তা উঠতে পারেনি। এর ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে অহমদাবাদের পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি মাটি ছাড়ার পর বেশ কিছুটা এগিয়েছিল। কিন্তু উপরে ওঠার পরিবর্তে তা কিছু ক্ষণেই নীচের দিকে নামতে শুরু করে। পরমুহূর্তেই তা ভেঙে পড়ে যায়। আগুনের গোলা ছড়িয়ে পড়ে চারদিকে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।