দিল্লির ভোটে হেরে গিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেতা প্রবেশ বর্মা। তিন হাজারেরও বেশি ভোটে কেজরীকে হারিয়েছেন প্রবেশ। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁরই গড়ে হারিয়ে এখন জাতীয় রাজনীতির নজরে তিনি।
পুরো নাম প্রবেশসাহিব সিংহ বর্মা। এ বারের নির্বাচনে তাঁকে কেজরীর বিরুদ্ধে দাঁড় করিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছিল বিজেপি। বাজিমাতও করলেন প্রবেশ। শনিবার ভোটগণনার শুরু থেকে কেজরী এবং প্রবেশের মধ্যে জোর টক্কর হচ্ছিল। কিন্তু কয়েক রাউন্ড পর থেকেই ছবিটা বদলে যেতে শুরু করে। ক্রমশ এগিয়ে যান প্রবেশ। গণনা যত এগিয়েছে ছবি আরও স্পষ্ট হয়েছে। অবশেষে প্রবেশের কাছে হার মানতে হয় আপ প্রধানকে।
আরও পড়ুন:
কিন্তু বিজেপির এই নেতার সম্পত্তি কত? নির্বাচনী হলফনামা অনুযায়ী, প্রবেশের মোট সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি ৮৯ লক্ষ। স্ত্রীর সম্পত্তি ১৭ কোটি ৫৩ লক্ষ। কিন্তু যাঁর সম্পত্তি ৭৭ কোটি টাকা, সেই নেতার দেনাও কম নয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী, প্রবেশের মাথার উপর দেনা রয়েছে ৬২ কোটি ৬০ লক্ষ টাকা। হলফনামা অনুযায়ী, বিজেপি নেতার আয়ের উৎস ব্যবসা। প্রবেশের কাছে ৯ লক্ষ, ৩৬ লক্ষ এবং ১১ লক্ষের তিনটি এসইউভি রয়েছে।
রাজনীতির পরিসরে বেড়ে উঠেছেন প্রবেশ। প্রাক্তন বিজেপি নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র। তাঁর কাকা আজাদ সিংহ উত্তর দিল্লি পুরসভার মেয়র ছিলেন। দিল্লিতেই পড়াশোনা তাঁর। কলা বিভাগে স্নাতক। তার পর এমবিএ করেন। ২০১৩ সালে রাজনীতিতে প্রবেশের প্রবেশ। মেহরৌলী আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়েন। ২০১৪ সালে পশ্চিম দিল্লি থেকে জিতে সাংসদ হন। ২০১৯ সালেও ওই আসন থেকে জেতেন তিনি। এ বারে বিধানসভা নির্বাচনে কেজরীর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি।