Advertisement
E-Paper

পোষ্য থাকবে কার দখলে, মহুয়া এবং জয়ের মামলায় দিল্লি হাই কোর্ট বলল, ‘বসে মিটিয়ে নিতে পারছেন না?’

মহুয়া এবং জয়ের পোষ্যের নাম হেনরি। ২০২৩ সালে মহুয়া এবং জয় একে অন্যের বিরুদ্ধে হেনরিকে চুরি করার অভিযোগ এনেছিলেন। দু’জনেই দাবি করেছিলেন, হেনরির অধিকার তাঁদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৬
Why Can not You Sort It Out, Court To Mahua Moitra, Jai Anant Dehadrai  Over Dog Custody

(বাঁ দিকে) তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, নেত্রীর প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাই (ডান দিকে)। —ফাইল চিত্র।

পোষ্য রটহুইলার কার দখলে থাকবে, তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং তাঁর প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইয়ের মামলা আগেই আদালতে গড়িয়েছিল। সেই সূত্রেই দিল্লি হাই কোর্টে জয়ের দায়ের করা একটি মামলার শুনানি ছিল বুধবার। গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করে দিল্লি হাই কোর্টের বিচারপতি মনোজ জৈন মন্তব্য করেছেন, ‘‘কোর্টের বাইরে বসে আপনারা (মহুয়া এবং জয়) এই বিষয়টি মিটিয়ে নিতে পারছেন না?’’ মহুয়ার জবাবও তলব করেছে হাই কোর্ট।

মহুয়া এবং জয়ের পোষ্যের নাম হেনরি। ২০২৩ সালে মহুয়া এবং জয় একে অন্যের বিরুদ্ধে হেনরিকে চুরি করার অভিযোগ এনেছিলেন। দু’জনেই দাবি করেছিলেন, হেনরির অধিকার তাঁদের। জয় এ-ও দাবি করেন, হেনরিকে তিনি ৪০ দিন বয়স থেকে আগলে রেখেছিলেন। ৭৫ হাজার টাকা দিয়ে তিনি হেনরিকে কিনেছিলেন। তাই তাঁরই একমাত্র অধিকার হেনরির উপর। পাল্টা মহুয়া হেনরিকে ভাগাভাগি করে রাখার আর্জি জানিয়েছিলেন আদালতে।

পোষ্য নিয়ে মহুয়া-জয়ের মামলায় গত মার্চে নিম্ন আদালত নির্দেশ দেয়, এই বিষয় নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবে না। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী জয়। তাঁর আইনজীবী বুধবার আদালতে বলেন, নিম্ন আদালত মুখবন্ধ রাখার যে নির্দেশ দিয়েছে, তা বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ।

প্রসঙ্গত, জয়ের সঙ্গে মহুয়ার বন্ধুত্ব ঘোচার অন্যতম কারণ ছিল হেনরিকে নিয়ে বিবাদ। আবার এই জয়ই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যে তৃণমূল সাংসদ ঘুষ, উপহারের বিনিময়ে সংসদে নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে জড়িয়ে প্রশ্ন তোলেন। সেই সূত্রেই গত লোকসভার একেবারে শেষ দিকে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করেছিল এথিক্স কমিটি।

Mahua Moitra Jai Anant Dehadrai pet dog Pet Custody
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy