শিবসেনা সত্যিই বিজেপির সঙ্গ ছাড়লে এনডিএ-তে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসবে নীতীশ কুমারের দল জেডি(ইউ)। নীতীশের দল কেন্দ্রীয় মন্ত্রিসভায় না থাকলেও এখন তারা চাপ দিচ্ছে। শিবসেনা বেরিয়ে গেলে কি নীতীশের চাপ বাড়বে?
মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে হাত মেলালে দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেসের ভোটব্যাঙ্কে কতটা প্রভাব পড়বে? মুসলিম ভোট হাতছাড়া হবে? কংগ্রেস নরম হিন্দুত্বের দিকে আরও এগোবে? ভবিষ্যতে মুম্বইয়ের পুরসভা নির্বাচন বা বৃহন্মুম্বই পুরসভার ভোটেও কি শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়বে কংগ্রেস?
মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে কংগ্রেস-এনসিপি মিলে সরকার গঠন নিয়ে সোমবার সারা দিন ধরে আলোচনা চলল। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে তার কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও সব শিবিরেই অঙ্ক কষা চলল। হিসেব কষলেন এনডিএ-শরিকরাও। সামনেই ঝাড়খণ্ডে নির্বাচন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ তাঁর রাজ্যে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার চালালেও ঝাড়খণ্ডে একাই লড়বেন বলে জানিয়ে দিয়েছেন। আজ এনডিএ-র আরেক শরিক এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও হুঁশিয়ারি দিয়েছেন, ঝাড়খণ্ডে তাঁরা একা
লড়তে পারেন।