কোভিডের দু’টি টিকা নেওয়ার পরও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে কমে আসে। করোনাভাইরাসের ডেল্টা রূপ যে গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেই বিষয়টি মাথায় রেখে ভারতেও বুস্টার টিকা অর্থাৎ তৃতীয় টিকা দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন এমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স) ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
ভারতেই প্রথম ডেল্টা রূপের হদিশ মিলেছিল। এখন তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) জানিয়েছে, গোটা বিশ্বের প্রায় ১০০টি দেশে ডেল্টা রূপের হানায় সংক্রমিত হচ্ছেন মানুষ। আমেরিকার সাম্প্রতিক রিপোর্ট বলছে, সে দেশে নতুন করে যাঁরা করোনা সংক্রমিত হচ্ছেন, তাঁদের প্রায় ৮৩ শতাংশের শরীরে ডেল্টার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।