রেললাইনের উপর দিয়ে চলছে চারচাকা! শুনতে অবাক লাগলেও তেলঙ্গানায় এমনই কাণ্ড ঘটালেন এক মহিলা। তাঁর এই কীর্তির মাশুল দিতে হল ট্রেনযাত্রীদের। ওই লাইনের অন্তত ১৫টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দিতে বাধ্য হলেন রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেন বাতিলও করতে হয়!
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রঙ্গারেড্ডী জেলার শঙ্করপল্লিতে। ওই ঘটনার কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সাদা রঙের চারচাকা ট্রেনের লাইন ধরে চলছে। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় রেলকর্মী এবং স্থানীয়দের মধ্যে। তাঁরা গিয়ে কোনওক্রমে গাড়িটি থামান। কিন্তু তার পরেই পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যায়।
গাড়িটি ট্র্যাক থেকে সরাতে গিয়ে হিমশিম খেতে হয় রেলকর্মীদের। ওই মহিলা চালক কিছুতেই গাড়ি সরাতে রাজি হননি। গাড়ির মধ্যে থেকেই রেলকর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। শেষ পর্যন্ত সকলে মিলে ঠিক করেন, তাঁকে বার করে এনে গাড়ি সরাবেন রেল ট্র্যাক থেকে। তবে তাঁকে গাড়ি থেকে বার করে আনা সহজ ছিল না। রীতিমতো ‘যুদ্ধ’ করতে হয় রেলকর্মীদের। কোনওরকমে টেনেহিঁচড়ে, হাত বেঁধে গাড়ি থেকে নামিয়ে মহিলাকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। পরে সরানো হয় গাড়িটিও। প্রায় ২০ জন মিলে গোটা কর্মকাণ্ডটি শেষ করেন।
আরও পড়ুন:
শুধু রেলকর্মী নন, ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। রেল ট্র্যাকের উপর গাড়ি থাকায় সেই লাইনে পরিষেবা ব্যাহত হয়। অনেক ট্রেন দেরিতে চলাচল করে। কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। রেল পুলিশের আধিকারিক চন্দনা দীপ্তির মতে, ওই মহিলার মানসিক সমস্যা থাকতে পারে। বর্তমানে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে তেলঙ্গানায় থাকতেন। সেখানকারই এক বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। গাড়ি থেকে ওই মহিলার ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড পেয়েছে পুলিশ। চন্দনা জানান, অভিযুক্ত এ ভাবে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।