Advertisement
E-Paper

ব্রাজ়িলীয় মডেলের ছবি ভোটার কার্ডে! অথচ সেই ভোটারের মৃত্যু হয়েছে তিন বছর আগেই, জানাল পরিবার

বুধবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে রাহুল দাবি করেছিলেন, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ২১:৪১
রাহুল গান্ধীর দাবি, এই ব্রাজ়িলীয় মডেলের ছবি রয়েছে, এমন ২২টি ভোটার কার্ড মিলেছে।

রাহুল গান্ধীর দাবি, এই ব্রাজ়িলীয় মডেলের ছবি রয়েছে, এমন ২২টি ভোটার কার্ড মিলেছে। — ফাইল চিত্র।

হরিয়ানায় ভোটার তালিকার কারচুপি নিয়ে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তিনি জানান, হরিয়ানায় এ রকম ২২টি ভোটার কার্ড রয়েছে, যেখানে নামের পাশে ছবি রয়েছে এক ব্রাজ়িলীয় মডেলের। অভিযোগ, ওই মডেলের ছবি রয়েছে, এ রকম একটি কার্ডের ভোটারের খোঁজ নিতে গিয়ে দেখা গিয়েছে, তাঁর মৃত্যু হয়েছে ২০২২ সালের মার্চে। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এই অনুসন্ধান চালিয়েছে। গুনিয়া নামে ওই মহিলার পরিবারের দাবি, তাঁর নাম যে এখন ভোটার তালিকায় রয়েছে, তা তাঁরা জানতেন না। আর সেই ভোটার কার্ডে যে বিদেশি কোনও মহিলার ছবি ছিল, সে কথাও জানতেন না তাঁরা।

কংগ্রেস সাংসদ রাহুলের দাবি, হরিয়ানার ভোটার তালিকায় কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি। ভোটারের ছবির বদলে ব্রাজ়িলীয় মডেলের ছবি রয়েছে এমন ২২টি কার্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সে রকমই একটি কার্ডে নাম রয়েছে গুনিয়ার। তাঁর স্বামী জানিয়েছেন, তিনি মৃত। শাশুড়ি তাঁর মৃত্যুর শংসাপত্রও দেখিয়ে বলেন, ‘‘আমরা জানি না, কী হয়েছে!’’ গুনিয়ার পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে ভোট দিয়েছিলেন তিনি। তবে কী ভাবে ভোটার কার্ডে এই ছবি এল, তা তাঁরা জানেন না।

বুধবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে রাহুল দাবি করেছিলেন, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। আগেই রাহুল জানিয়েছিলেন, ভোটচুরি নিয়ে ‘এইচ বোমা’ (হাইড্রোজেন বোমা) ফাটাবেন তিনি। সেইমতোই রাহুল দাবি করেন, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রের ১০টি বুথে ২২ বার ব্রাজ়িলের ওই মডেলের ছবি ব্যবহৃত হয়েছে। কখনও সেই ছবির পাশে ভোটারের নাম সীমা, কখনও সুইটি, কখনও সরস্বতী লেখা হয়েছে বলে দাবি করেন রাহুল। নিজের দাবির সপক্ষে ‘প্রমাণ’ও দেখান।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে তাঁর নাম চলে আসতেই সমাজমাধ্যমে দু’টি ভিডিয়ো পোস্ট করেন ল্যারিসা। তিনি জানান, তাঁর যে সময়ের ছবি ব্যবহার করা হয়েছে, তখন তিনি মডেলিং করতেন। এখন অবশ্য তিনি ব্রাজ়িলের অন্যতম জনপ্রিয় নেটপ্রভাবী এবং পেশাদার কেশসজ্জাশিল্পী।

বুধবারের পর থেকেই ল্যারিসার সমাজমাধ্যমের অ্যাকাউন্টে ভারত থেকে বহু বার্তা ঢুকতে শুরু করে। ভিডিয়োবার্তায় ব্রাজ়িলের প্রাক্তন ওই মডেল বলেন, “সত্যিই ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। একটি মাধ্যম থেকে আমার পুরনো ছবি কেনা হয়েছিল। বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। আমি কোনও দিনই ভারতে যাইনি।” ল্যারিসা এ-ও জানান, তাঁকেই ভারতের ভোটার ভেবে অনেকে মেসেজ করছেন। কিন্তু তিনি বার বার স্পষ্ট করে দিয়েছেন যে, ভোটার তালিকায় কেবল তাঁর ছবিটিই ব্যবহার করা হয়ে থাকতে পারে। কিন্তু তিনি নিজে কখনও ভারতে যাননি।

Voter List Controversy Rahul Gandhi Haryana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy