আবার উত্তরপ্রদেশ। আবার এক মুস্কান। এই মুস্কান প্রেমিকের সঙ্গে মিলে নিজের দুই শিশুসন্তানকে খুন করেছেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর প্রেমিক জুনেদ ফেরার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের মুস্কান উত্তরপ্রদেশের রোদকালি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী ওয়াশিম চণ্ডীগড়ে কাজ করেন। অভিযোগ, দীর্ঘ দিন ধরে জুনেদের সঙ্গে সম্পর্ক ছিল মুস্কানের। বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে তাঁর পাঁচ বছরের পুত্র আরহান এবং এক বছরের কন্যা ইনায়ার দেহ উদ্ধার হয়। পুলিশের সিনিয়র সুপার সঞ্জয় কুমার জানান, প্রাথমিক তদন্তের পরে তাঁদের সন্দেহ গিয়ে পড়ে মুস্কানের উপরে। তাঁকে আটক করে জেরা করা হয়। তাতেই দুই শিশুকে খুনের কথা স্বীকার করেন তিনি।
জেরায় মুসকান দাবি করেছেন, প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন তিনি। তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই সন্তান। সে কারণে তাদের দু’জনকে তিনি বিষ খাইয়েছেন বলে জেরায় দাবি করেছেন। এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক। পুলিশ তদন্তে আরও জেনেছে, শিশু দু’টিকে খুনের পরে মুস্কান এবং জুনেদের মধুচন্দ্রিমায় যাওয়ারও পরিকল্পনা ছিল।
এর আগে উত্তরপ্রদেশের মেরঠে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনে অভিযোগ উঠেছিল মুস্কান রস্তোগী নামে এক তরুণীর বিরুদ্ধে। তিনি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল এখন মেরঠের জেলে।