Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ ডিসেম্বর ২০২১ ই-পেপার

খেলোয়াড়-নিগ্রহে ধৃত

সংবাদ সংস্থা
কানপুর ২৬ জুন ২০১৫ ০৪:০৩

জাতীয় দলের এক মহিলা কবাডি খেলোয়াড়কে প্রথমে যৌন হেনস্থার চেষ্টা ও মারধর করার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উজালা ঠাকুর। তার বাড়িও কানপুরে। পুলিশ জানায়, গত সপ্তাহে স্নেহা সিংহ ওরফে ডলি নামে ওই খেলোয়াড়কে উজালা যৌন হেনস্থার চেষ্টা করে। প্রতিবাদ করে থানায় অভিযোগ দায়ের করলে তাঁর বাড়িতে দলবল নিয়ে হামলা করা হয়। মারধরের পাশাপাশি ঘুষি মেরে তাঁর নাকও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্নেহার। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার হয় মূল অভিযুক্ত। কানপুরের এসএসপি শলভ মাথুর বলেন, ‘‘বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। তদন্ত কাজে ঢিলেমির অভিযোগে তদন্তকারী অফিসার মনোজ পাণ্ডেকে সাসপেন্ড করা হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement