ঋণ পাইয়ে দেওয়ার নাম করে স্বামীকেই প্রতারণা করলেন স্ত্রী! ১ কোটি ৭৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্ত্রী-সহ তাঁর তিন বন্ধুর নামে থানায় অভিযোগ করলেন এক যুবক।
মুম্বই পুলিশ সূত্রে খবর, সোমবার পুণম রদে নামে এক মহিলার নামে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন তাঁর স্বামী বিশাল অশোক রদে। এ ছাড়া, স্ত্রীর তিন বন্ধু সচিন ইলাভি, সুহাস পওয়ার এবং কিশোর পওয়ারের বিরুদ্ধে এফআইআর করেছেন যুবক। তাঁর দাবি, একটি সংস্থা থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে সাত বছর ধরে তাঁর কাছ থেকে মোট ১ কোটি ৭৩ লক্ষ টাকা নিয়েছেন স্ত্রী-সহ চার জন।
স্বামীর অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বরে স্ত্রী সচিন নামে তাঁর এক বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তার পর সুহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বলেছিলেন, তাঁরা বড় ব্যবসায়ী। বিশালের কিছু টাকার প্রয়োজন ছিল। স্ত্রী বলেছিলেন, তাঁর বন্ধুরা লোন পাইয়ে দেবেন। তাঁরা প্রভাবশালী ব্যবসায়ী।
ওই যুবক জানান, ঘটনাক্রমে সুহাস
নামে আরও এক জনের সঙ্গে আলাপ করিয়ে দেন তাঁর স্ত্রী। বলেছিলেন, ওই ব্যক্তির সংস্থা
থেকে ৩ কোটি টাকা ঋণ পাইয়ে দেবেন। বিশালের দাবি, ‘‘আমার সন্দেহ হয়েছিল। কিন্তু
স্ত্রীর কথায় প্রসেসিং ফি হিসাবে প্রথমে ৬ লক্ষ ৯২ হাজার টাকা দিয়েছিলাম। তার পর
বার বার একটু একটু করে দেড় কোটি টাকার বেশি দিয়েছি। কিন্তু ঋণ আর মেলেনি।’’
এফআইআরে তিনি জানান, শেষমেশ ধৈর্য হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কারণ, টাকা
ফেরত চাইতেই নানা ভাবে হুমকি দিতে থাকেন অভিযুক্তেরা। এমনকি, তাঁর ছবি বিকৃত করে
সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলা হয়।
আরও পড়ুন:
অন্য দিকে, স্ত্রী-ও মাসে ২ লক্ষের বেশি টাকা মাসে মাসে স্বামীর অ্যাকাউন্ট থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন। সম্প্রতি স্ত্রী এবং তাঁর বন্ধুরা জমিজমা লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেফতার হননি।