বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় প্রাণ গেল চার সন্তান-সহ এক মহিলার। বুধবার নয়াদিল্লির শাহদারার সীমাপুরী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘরে রাখা একটি স্টোভ থেকে বিষাক্ত ধোঁয়া বেরচ্ছিল। এই ধোঁয়াতেই ৩০ বছর বয়সি এই মহিলা এবং তার চার সন্তানের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমাপুরীর একটি ফ্ল্যাটের পাঁচ তলার ঘরে পাঁচ জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বাড়ির অন্য সদস্যরা। দুপুর দেড়টা নাগাদ তাঁরা পুলিশকে ফোন করে বিষয়টি জানান।
ঘটনাস্থলে পৌঁছনোর পর মহিলা এবং তাঁর তিন সন্তানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। চতুর্থ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেন।