Advertisement
E-Paper

৫০ পেরনো ‘অদক্ষ’ অফিসারদের ভিআরএস দিতে চান যোগী

কর্পোরেট কালচার খুব পছন্দ হয়েছে যোগীর। তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের ৫০ বছর বয়সী সরকারি অফিসারদের পারফরম্যান্স জরিপ করার নির্দেশ দিয়েছেন। ৫০ পেরনো সরকারি অফিসাররা ঠিকঠাক ভাবে কাজকর্ম করছেন কি না, ফাইলে সইসাবুদ করছেন কি না সময়মতো, ৩১ জুলাইয়ের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। বলে দিয়েছেন, রিপোর্ট ভাল না হলে আর সরকারি কাজে থাকার দরকার নেই। সেই অফিসারকে বাধ্যতামূলক অবসর নিতে বলা হোক। তিন মাসের নোটিশে। কোনও কারণ দর্শানোরও দরকার নেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৮:০৭
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।- ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।- ফাইল চিত্র।

কাজ না করলেই ‘ঘাড় ধাক্কা’! বাধ্যতামূলক অবসর বা ভিআরএস।

এই কর্পোরেট কালচার খুব পছন্দ হয়েছে যোগীর। তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের ৫০ বছর বয়সী সরকারি অফিসারদের পারফরম্যান্স জরিপ করার নির্দেশ দিয়েছেন। ৫০ পেরনো সরকারি অফিসাররা ঠিকঠাক ভাবে কাজকর্ম করছেন কি না, ফাইলে সইসাবুদ করছেন কি না সময়মতো, ৩১ জুলাইয়ের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। বলে দিয়েছেন, রিপোর্ট ভাল না হলে আর সরকারি কাজে থাকার দরকার নেই। সেই অফিসারকে বাধ্যতামূলক অবসর নিতে বলা হোক। তিন মাসের নোটিশে। কোনও কারণ দর্শানোরও দরকার নেই।

আরও পড়ুন- কসাইখানায় মোষ নিয়ে যাওয়ার পথে দিল্লিতে গণপিটুনি ৬ জনকে

যোগীর আদেশ মেনে উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজীব কুমার প্রশাসনের সর্বস্তরে একটি সাকুলার দিয়েছেন, গত বৃহস্পতিবার। সার্কুলারটি উত্তরপ্রদেশ সরকারের কুখ্যাত আমলাতন্ত্রের অবসান ঘটাবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। উত্তরপ্রদেশে সরকারি কাজে অবসরের বয়সসীমা ৬০ বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও একই ভাবে কর্মচারীদের ‘অ্যাপ্রাইজাল রিপোর্ট’ বানানোর তোড়জোড় শুরু করেছে।

UP Yogi Adityanath Non-Performing 50+ Officers To Retire যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy