Advertisement
E-Paper

উস্কানি, যুবক ধৃত দিল্লিতে

এ বার রাজধানীতে উত্তেজনা ছড়ানোর অভিযোগে মহম্মদ দানিশ নামে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত ওই যুবক বিতর্কিত সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার’ (পিএফআই) সদস্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ০২:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এ বার রাজধানীতে উত্তেজনা ছড়ানোর অভিযোগে মহম্মদ দানিশ নামে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত ওই যুবক বিতর্কিত সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার’ (পিএফআই) সদস্য। ধৃতের বিরুদ্ধে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। হোলির দিন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে উপদ্রুত এলাকায় নতুন করে মোতায়েন হয়েছে আধা সেনা।

পুলিশের দাবি, ধৃত কাশ্মীরি দম্পতি দিল্লিতে বড় মাপের হামলার ছক কষছিল। তাদের জেরা করে দানিশের সন্ধান মেলে। ত্রিলোকপুরীর বাসিন্দা দানিশের বিরুদ্ধে সিএএ, এনআরসি নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে মুসলিমদের বিভ্রান্ত করা ও হিংসায় মদতের অভিযোগ এনেছে পুলিশ।

কেন্দ্রের দাবি, সিএএ বিরোধী আন্দোলনে মূল আর্থিক সহায়তা দিয়েছিল পিএফআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখেছে, তিন মাসে পিএফআই-এর ৭৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা জমা পড়েছে। যার বড় অংশ খরচ হয়েছে সিএএ বিরোধিতায়। তদন্তকারীদের দাবি, ভোটের আগে শাহিনবাগ-সহ গোটা দিল্লিতে আন্দোলনের পরিকল্পনা তৈরিতে হাত ছিল পিএফআইয়ের প্রেসিডেন্ট মহম্মদ পারভেদ আহমেদের, যিনি আপের এক রাজ্যসভা সাংসদ ও কংগ্রেসের এক নেতার সঙ্গে ফোনে যোগাযোগ রেখে আন্দোলনের রূপরেখা স্থির করতেন। উত্তরপ্রদেশ ও অসমে হিংসা ছড়ানোর অভিযোগে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছে দু’রাজ্য।

Arrest Delhi Police Delhi Violence CAA Protest PFI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy