কুসংস্কারের বলি হয়ে বেঘোরে প্রাণ হারালো সাপে কাটা এক যুবক। হাইলাকান্দির কাটলিছড়ার সাহাবাদ গ্রামের এই ঘটনায় জানা গিয়েছে, গত ৮ জুলাই সাহাবাদ গ্রামের রহমতউল্লাহ চৌধুরী গ্রামের মসজিদে নমাজ পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। বাড়ির লোকেরা ওঝা ডেকে আনেন। ওঝার ঝাড়ফুঁকে তার অবস্থা আরও খারাপ হওয়ায় গত কাল তাকে কাটলিছড়া প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফের তাকে ওঝার হাতে তুলে দেওয়া হয়। অবশ্য ততক্ষণে তার মৃত্যু হয়েছে।