গোয়ার মোপার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে নাকি দিব্যি ঘুরে বেড়ায় ‘ভূত’! সম্প্রতি এক ভিডিয়োয় এমনটাই দাবি করেছিলেন ইউটিউবার অক্ষয় বশিষ্ঠ। সমাজমাধ্যমে হু হু করে ছড়িয়েও পড়েছিল সেই ভিডিয়ো। সেটাই কাল হল! গুজব রটানোর অপরাধে দিল্লিতে দল পাঠিয়ে অক্ষয়কে গ্রেফতার করল গোয়া পুলিশ।
নেটপ্রভাবী অক্ষয়ের একাধিক চ্যানেল রয়েছে সমাজমাধ্যমে। ফেসবুকে তাঁর চ্যানেলের নাম ‘রিয়েল টক ক্লিপ্স’। সেখানেই সম্প্রতি ‘গোয়ার ভূতুড়ে বিমানবন্দর’ শিরোনামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অক্ষয়। তাতে মজার ছলে তিনি দাবি করেছিলেন, মোপার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে ভূত আছে! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৎপর হয় গোয়া পুলিশ। পানাজি পুলিশের সদর দফতরের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের কর্মী সুরজ শিরোদকর পোস্টটি প্রথম চিহ্নিত করেন। অক্ষয়ের নামে ‘অসত্য, বিদ্বেষপূর্ণ এবং কুসংস্কারাচ্ছন্ন’ তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। তা ছাড়া, এ ধরনের তথ্য চ্যানেলে প্রচার করলে জনসাধারণের মধ্যে ভয় এবং উদ্বেগ তৈরি হতে পারে বলেও দাবি করেন সুরজ।
আরও পড়ুন:
১৫ সেপ্টেম্বর মোপা বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে জানা যায়, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অক্ষয়। সঙ্গে সঙ্গে ইনস্পেক্টর নারায়ণ চিমুলকরের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর উদ্দেশে রওনা দেয়। বুধবার সন্ধ্যায় দ্বারকা থেকে অভিযুক্তকে খুঁজে বার করে পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য অক্ষয়কে মোপা বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় আরও তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।