খুব খিদে পেয়েছে। খাবার অর্ডার দিয়েছেন। অপেক্ষা করছেন কখন আসবেন ‘ডেলিভারি বয়’। কিন্তু বারবার ডেলিভারি বয়ের ফোন এবং তাঁকে ঠিকানার হদিশ দিতে দিতে আপনার খাওয়া মাথায় উঠেছে তত ক্ষনে! এ বার এই ছবিটাই বদলে যাবে দ্রুত। কারণ আর কোনও মানুষ নয়, আপনার অর্ডার দেওয়া খাবার ডেলিভারি দিতে আসতে পারে ড্রোন!
সম্প্রতি জোম্যাটো জানিয়েছে, তারা ‘টেকঈগল’ নামে লখনউয়ের একটি সংস্থাকে অধিগ্রহণ করেছে। এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র পৌঁছে দিতে ড্রোনের ব্যবহার নিয়ে কাজ করে এই সংস্থাটি।
জোম্যাটোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভাবে হাইব্রিড মাল্টি-রটার ড্রোনের ব্যবহার একটি ‘হাব-টু-হাব’ ডেলিভারি নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করবে। জোম্যাটোর প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দার গয়াল জানান, “এই জেট–যুগে দাঁড়িয়ে ভবিষ্যতে ব্যবহারকারীদের অর্ডার দেওয়া খাবার এই ভাবেই ডেলিভারি করার দিন যে আসছে, তা অস্বীকার করবার কোনও উপায় নেই। এই পদক্ষেপ সেই দিকেই আরও এক পা এগিয়ে যাওয়া।” যদিও এই অধিগ্রহণের আর্থিক লেনদেনের কোনও বিবরণ জোম্যাটোর তরফে খোলসা করা হয়নি।