Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্রমেই কোণঠাসা হচ্ছে উবের

উবের-চালক শিবকুমার যাদবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমছে। গত কাল তার কলঙ্কিত অতীত প্রকাশ্যে আসার পরে নিধি সিংহ নামে আরও এক মহিলা জানিয়েছিলেন, সপ্তাহখানেক আগেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করে শিব। সে ব্যাপারে উবেরে অভিযোগও জানিয়েছিলেন তিনি। আজ সেই প্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে দিল্লি পুলিশ আবেদন জানিয়েছে, শিবকুমারের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানোর থাকলে অতি অবশ্যই আমাদের জানান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০৩:১৬
Share: Save:

উবের-চালক শিবকুমার যাদবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমছে। গত কাল তার কলঙ্কিত অতীত প্রকাশ্যে আসার পরে নিধি সিংহ নামে আরও এক মহিলা জানিয়েছিলেন, সপ্তাহখানেক আগেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করে শিব। সে ব্যাপারে উবেরে অভিযোগও জানিয়েছিলেন তিনি। আজ সেই প্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে দিল্লি পুলিশ আবেদন জানিয়েছে, শিবকুমারের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানোর থাকলে অতি অবশ্যই আমাদের জানান। পুলিশের দাবি, এতে তার বিরুদ্ধে অভিযোগ আরও জোরালো হবে।

শিবকুমারকে উবের যে আইফোনটি দিয়েছিল ব্যবহারের জন্য, আজ পুলিশ সেটি উদ্ধার করেছে মথুরা থেকে। এর আগে শিবের আরও দু’টি ফোন উদ্ধার করে। পুলিশ জেনেছে, শুক্রবার রাতে ধর্ষণের পরে ওই তরুণীকে ফেলে রেখে চলে গেলেও আইফোন মারফত শিবকুমার উবেরকে জানিয়েছিল, সে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এর পরে উবেরের মাধ্যমে ট্যাক্সি বুক করার জন্য ফোনে যে অ্যাপ থাকে, সেটি ফোন থেকে সরিয়ে দেয় শিব। এ ভাবেই সে পালিয়ে যাওয়ার ছক কষেছিল।

জটিলতা ক্রমশ বাড়ছে উবেরেরও। আজ সংস্থার এশিয়া প্যাসিফিক-এর প্রধান এরিক আলেকজান্ডারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশ। হায়দরাবাদ এবং তেলঙ্গানাতেও নিষিদ্ধ করা হয়েছে উবের। এই দুই রাজ্যের পরিবহণ সংস্থা জানিয়েছে, ওখানে ট্যাক্সি পরিষেবা চালানোর জন্য অনুমতি ছিল না উবেরের। অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবা ব্যবহার না করতেই রাজ্যবাসীকে পরামর্শ দিচ্ছে সেখানকার প্রশাসন। আজই আবার উবেরের মুম্বই শাখার জেনারেল ম্যানেজার শৈলেশ সালওয়ানিকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ট্যাক্সি ইউনিয়নের নেতা কে কে তিওয়ারির বিরুদ্ধে। আজ শৈলেশ যখন বান্দ্রায় পরিবহণ কমিশনারের অফিস থেকে বেরোচ্ছিলেন, তখনই তাঁকে তিওয়ারি চড় মারেন বলে অভিযোগ। এর মধ্যে দিল্লির ঘটনার কথা জানতে পেরে শিকাগো পুলিশ জানিয়েছে, তারাও বিষয়টি নিয়ে তদন্ত করতে চায়। ভারতে উবেরের অফিসারদের সঙ্গে কথা বলছে তারা। যোগাযোগ রাখা হচ্ছে দিল্লির নিগৃহীতা ওই তরুণীর সঙ্গেও। উবেরের মার্কিন মুখপাত্র জেনিফার মুলিন বলেছেন, ঘটনাটি বেদনাদায়ক এবং কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না।

তবে রাজধানীতে উবের নিষিদ্ধ করা হলেও এখনও ফোন থেকে এই সংস্থার অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি বুক করা যাচ্ছে বলে জানিয়েছে দিল্লির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। বুক করার পরে ট্যাক্সি হাজিরও হয়েছে যথাস্থানে। নিষিদ্ধকরণের ব্যাপারে চালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উবেরের তরফে আমাদের কিছুই বলা হয়নি। আমিই অফিসে ফোন করে জানতে চেয়েছিলাম আমাদের কাজে রাখা হবে কিনা। ওরা জানিয়েছে, এটা আপনার উপরে নির্ভর করছে। যদি মনে করেন, নিষেধাজ্ঞা মানবেন, গাড়ি চালাবেন না।” ওই চালক আরও জানান, উবের তাঁর কাছে কখনওই চরিত্রের শংসাপত্র চায়নি। ড্রাইভিং লাইসেন্স, ফোন নম্বর আর একটা ফোটো নিয়েই তাঁকে কাজে নিয়োগ করা হয়েছিল। তবে তিনি এ-ও বলেন, উবেরের দেওয়া ফোনটি চাইলে যে কোনও মুহূর্তে সুইচ অফ করে দিতে পারেন। যার ফলে তাঁকে আর গতিবিধি আর জানা সম্ভব হবে না উবেরের পক্ষে। ঠিক যেমনটি ঘটেছিল শিবকুমারের ক্ষেত্রেও।

কেন এখনও দিল্লিতে উবের নিষিদ্ধ করা হয়নি, প্রশ্ন করলে সংস্থার তরফে জানানো হয়, তাদের হাতে ওই সংক্রান্ত কোনও নির্দেশ আসেনি। এ কথা জানার পরে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পুলিশ সরকারের নির্দেশ তাদের হাতে পৌঁছে দেয়। বুধবার রাতের দিকে উবের জানিয়েছে, দিল্লিতে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uber delhi rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE